সিলেট ব্যুরো
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতনামা চিকিৎসক ডা. জোবাইদা রহমানকে ঘিরে সিলেট-১ আসনের রাজনীতিতে চলছে নানামুখী আলোচনা।
ডা. জোবাইদা তার শাশুড়ি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গত ৬ মে দেশে ফিরেছেন। ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে সিলেটে সাবেক ছাত্রদল নেতাদের আনন্দ মিছিলের পর এবার নগরজুড়ে পোস্টারিং হয়েছে।
এতে তাকে ‘মর্যাদাপূর্ণ’ সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে দেখতে চাওয়া হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার নগরজুড়ে সাঁটিয়েছেন তা উল্লেখ না থাকায় কিছুটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
দেশে ফেরার সময় স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, সিলেটের মেধাবী মেয়ে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সিলেট-১ আসনে প্রার্থী হলে সেটা হবে দলের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।
ডা. জোবাইদার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে পটপরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। জোবাইদার জন্মভূমি সিলেটে তাকে নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজনীতিতে অভিষেক হওয়ার বিষয়টি নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে।
এদিকে জোবাইদা রহমানকে নিয়ে সিলেটে যখন আলোচনা তুঙ্গে, তখন যুক্তরাজ্য ভ্রমণ শেষে ১৮ দিন পর দেশে ফিরে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও একই ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন, আমি তো মিডিয়ার সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিলেট-১ (নগর-সদর) আসনে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছি। তারেক রহমান প্রার্থী না হলে জিয়া পরিবারের কেউ যেন প্রার্থী হন, সে দাবিও জানিয়েছি। এ নিয়ে রহস্যের কিছু নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতনামা চিকিৎসক ডা. জোবাইদা রহমানকে ঘিরে সিলেট-১ আসনের রাজনীতিতে চলছে নানামুখী আলোচনা।
ডা. জোবাইদা তার শাশুড়ি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গত ৬ মে দেশে ফিরেছেন। ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে সিলেটে সাবেক ছাত্রদল নেতাদের আনন্দ মিছিলের পর এবার নগরজুড়ে পোস্টারিং হয়েছে।
এতে তাকে ‘মর্যাদাপূর্ণ’ সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে দেখতে চাওয়া হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার নগরজুড়ে সাঁটিয়েছেন তা উল্লেখ না থাকায় কিছুটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
দেশে ফেরার সময় স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, সিলেটের মেধাবী মেয়ে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সিলেট-১ আসনে প্রার্থী হলে সেটা হবে দলের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।
ডা. জোবাইদার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে পটপরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। জোবাইদার জন্মভূমি সিলেটে তাকে নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজনীতিতে অভিষেক হওয়ার বিষয়টি নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে।
এদিকে জোবাইদা রহমানকে নিয়ে সিলেটে যখন আলোচনা তুঙ্গে, তখন যুক্তরাজ্য ভ্রমণ শেষে ১৮ দিন পর দেশে ফিরে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও একই ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন, আমি তো মিডিয়ার সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিলেট-১ (নগর-সদর) আসনে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছি। তারেক রহমান প্রার্থী না হলে জিয়া পরিবারের কেউ যেন প্রার্থী হন, সে দাবিও জানিয়েছি। এ নিয়ে রহস্যের কিছু নেই।
গাজীপুরের শ্রীপুরে ধর্ষণের ‘মিথ্যা’ মামলা হতে ছেলে আল-আমিনের অব্যাহতি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মা হালিমা খাতুন।
২ ঘণ্টা আগেবিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
৩ ঘণ্টা আগেআমরা নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আপনাদের মনে রাখতে হবে, নিজেদের মধ্যে ভেদাভেদ রেখে আমাদের যেন আগের জুলুম-নির্যাতনের মুখোমুখি হতে না হয়। বিগত ১৫ বছর দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ সরকার।
৫ ঘণ্টা আগেতিনি আরো বলেন, ‘প্রতি মাসে আমাকে টাকা দিতে হতো। বিভিন্ন সময়ে টাকা পূবালী ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়েছে, যার ডকুমেন্ট আমার কাছে রয়েছে। শেষমেশ তিনি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেন এবং বিয়েতে রাজি না হলে বড় অঙ্কের টাকা দাবি করেন।’
৬ ঘণ্টা আগে