আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিপ্লবী হাদির মৃত্যুতে শোক ও সমবেদনা সুবিপ্রবির উপাচার্যের

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

বিপ্লবী হাদির মৃত্যুতে শোক ও সমবেদনা সুবিপ্রবির উপাচার্যের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

বিজ্ঞাপন

এক শোকবার্তায় তিনি বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের সামনের সারির একজন সাহসী, একনিষ্ঠ ও সংগ্রামী তরুণ সৈনিক। দেশপ্রেম, সাহসিকতা ও আদর্শিক দৃঢ়তায় তিনি যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে দেশ একজন নির্ভীক দেশপ্রেমী সন্তানকে হারিয়েছে।

শোকবার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন