বানরের আক্রমণে সিকৃবির দুই ছাত্রী হলে আতঙ্ক

সিলেট ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৫: ০৫
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৫: ১১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) দুররে সামাদ রহমান হল ও সুহাসিনী দাস হলে বানরের আক্রমণে শতাধিক ছাত্রী আহত হয়েছেন। এ নিয়ে হলজুড়েই আতঙ্ক বিরাজ করছে। তবে ব্যাপারে করণীয় নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে প্রধান বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালকের সাথে বুধবার সিকৃবি কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, বন ভবনে বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. মিজানুর রহমানের সাথে বৈঠক করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বানরের আক্রমণ থেকে ছাত্রীদের রক্ষার জন্য বন বিভাগের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানালে বন বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

এ বিষয়ে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, বণ্যপ্রাণী নিয়ন্ত্রণ আইনের বাধ্যবাধকতা থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানাবিধ পদক্ষেপ গ্রহণ সত্বেও এই সমস্যা নির্মূল করা সম্ভব হচ্ছে না। ছাত্রী হলের নিরাপত্তা জোরদারের পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও ভ্যাক্সিন প্রদানের ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় বন ও পরিবেশ মন্ত্রণালয় ও বন বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টির ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন। এই বিষয়ে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্যসহ সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আহ্বান জানান। শিক্ষার্থীদের যে কোন ধরনের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রশাসন সচেষ্ট ও বদ্ধপরিকর।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত