সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান এ ভোটগ্রহণ ঘিরে পুরো জেলায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ৫৭২ ভোটারের অংশগ্রহণে ৭টি পদের জন্য বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী আন্দোলনসহ মোট ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল থেকেই ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের উপস্থিতি লক্ষণীয়। ব্যালট হাতে ভোটারদের কাছে সমর্থন প্রার্থনা, শুভেচ্ছা বিনিময়—সব মিলিয়ে পুরো কেন্দ্রে চলছে এক উৎসবমুখর আবহ। আগামী দুই বছরের জন্য কারা সংগঠনের নেতৃত্বে আসছেন, তা ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
ভোটাররা বলছেন, প্যানেল বিবেচনায় নয়, যোগ্যতা, সততা ও স্বেচ্ছাসেবী মানসিকতাকেই তারা প্রাধান্য দিচ্ছেন। তাদের বিশ্বাস, প্রকৃত কল্যাণকামী ব্যক্তিরাই নির্বাচিত হবেন।
সাধারণ সম্পাদক প্রার্থী শেরগুল আহমেদ বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হয়। ভোটকে কেন্দ্র করে মানুষের আবেগ ও সম্পৃক্ততা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আশা করি ভোটাররা আমাকে সম্মানজনক ব্যবধানে বিজয়ী করবেন।
সদস্য পদপ্রার্থী রওনক বখত বলেন, জীবনটা কাটিয়েছি মানবকল্যাণের কাজে। রেড ক্রিসেন্টেও সেই মানসিকতা নিয়েই দাঁড়িয়েছি। শান্তিপূর্ণভাবে ভোট চলছে। যোগ্য মনে হলে আমাকেই বেছে নেবেন—এই প্রত্যাশা করি।
মহিলা সদস্য পদপ্রার্থী মাসুমা আক্তার বলেন, সংসার ও দায়িত্বের পাশাপাশি মানবসেবায় নিজেকে যুক্ত রেখেছি। মুরব্বিদের পরামর্শে নির্বাচন করছি। ইনশাআল্লাহ সবার সমর্থন পেলে বিজয় নিশ্চিত হবে।

