সুনামগঞ্জে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা আইন করা হবে

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪০

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকরা হলেন শ্রমিক। তারা দেশের কল্যাণে শ্রম দেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলে পত্রিকার সম্পাদক, মালিক পক্ষের তিন জন করে প্রতিনিধি আছেন। তারা যা চাইবেন তাই বাস্তবায়ন হবে। আমি একা বাস্তবায়ন করতে পারবো না। সাংবাদিকদের আর্থিক ও পেশাগত সুরক্ষা আইন হচ্ছে। শুধু সুন্দর আইন দিয়ে হবে না, এটি বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকর নিজেদের অধিকার রক্ষায় কাজ করতে হবে। প্রতিনিয়ত শিখতে হবে। মনে রাখতে হবে আমরা সবজান্তা না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সুনামগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি গত ১৪ বছর শুধু কথা শুনেছি, এখন নিজে কথা বলছি। আশা করি সাংবাদিকদের জন্য কিছু করে যেতে পারবো। দেশে সাংবাদিকদের একাধিক প্রেসক্লাব রয়েছে। বিভাজন বেশি। ঐক্যের খুব অভাব। বিভেদ বাদ দিয়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে কোন কিছু ফাংশন করবে না।

তিনি আরও বলেন, সাংবাদিকেরা রাজনীতি করেন। এটি সমস্যা না। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দলের ঊর্ধ্বে উঠে সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সোর্স বলতে বাধ্য নন। হলুদ সাংবাদিকতা বর্জন করতে হবে। তথ্যকে হত্যা করা যাবে না। সংবাদে উদ্ধৃতির ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা যাবে না। আগে সব জায়গায় সাংবাদিকদের ডাটাবেইজ হয়নি। আমি ডাটাবেইজ করে যাব।

‘অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এতে সুনামগঞ্জের ৪০ জন সংবাদকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।

এছাড়া প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত