রাষ্ট্রদূত আনসারী

‘ঝোপ বুঝে কোপ মারা বাংলাদেশে আর হবে না’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৩: ৪৯
আপডেট : ২৫ মে ২০২৫, ১৩: ৫০
ছবি: সংগৃহীত

রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী বলেছেন, বাংলাদেশের মানুষ যে অধিকার ফিরে পেয়েছে, সেই অধিকারের ওপর দাঁড়িয়ে মানুষ সঠিক গন্তব্যের পথে এগোবে। বাংলাদেশের মানুষ যখন তার অধিকারের প্রশ্নে জেগেছে, বাংলাদেশের মানুষ যখন গুম-খুনের শিকার হয়েছে, এই যে পলাতক শ্রেণির লোকেরা যদি মনে করেন যে না একটা বোধহয় সময় এসেছে, আমরা বোধহয় ঝোপ বুঝে কোপ মারতে পারবো, এটি বাংলাদেশে আর হবে না। এটি রক্ষা করতে আমাদের সার্বজনীন ঐক্যের প্রয়োজন, আমাদের ইস্পাত কঠিন ঐক্য।’

শনিবার সিলেট নগরের পিটিআই মিলনায়তনে দেড় শতাধিক প্রবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সিলেট বিভাগের চারটি জেলার ১৫৪ প্রবাসী পরিবারের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ কোটি ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত