
সুনামগঞ্জে বিএনপির একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি
সুনামগঞ্জ- ১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ), সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে দুইজন করো প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ- ১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ), সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে দুইজন করো প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ-২ আসন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২( দিরাই-শাল্লা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছেন-খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধুলা সুন্দর মানসিকতা তৈরি করে। আশা করছি- বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছয়মাস থেকে এক বছরের মধ্যে সুন্দর একটা পরিকল্পনা আমরা নিচ্ছি।

সুনামগঞ্জে সাদিক কায়েম
দিরাই-শাল্লায় দাঁড়িপাল্লার কান্ডারি সারা দেশের নেতা জানিয়ে সাদিক কায়েম বলেন, তিনি ইতোমধ্যে রাস্তাঘাট নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, ফ্রি চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন কাজ করেছেন। তিনি বলেন, শিশির মনির একদিনে তৈরি হয়নি।