প্রতিনিধির মাধ্যমেও রিটার্ন দাখিলের সুবিধা চালু হচ্ছে

কাওসার আলম
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১৩

চলতি করবর্ষ থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতমূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়করদাতা ব্যক্তিগতভাবে তার রিটার্ন দাখিল করতে পারবেন। কিন্তু এমন অনেক আয়করদাতা আছেন, যারা ব্যক্তিগতভাবে রিটার্ন দাখিল করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না কিংবা রিটার্ন দাখিলের ঝামেলায় যেতে চান না, তাদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা।

এজন্য ‘ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম’ (টিআরএমএস) নামে নতুন একটি সফটওয়্যার চালু করতে যাচ্ছে এনবিআর। আজ রোববার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সফটওয়্যারটির উদ্বোধন করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

এনবিআর সূত্র জানায়, অনেক ব্যক্তি আয়করদাতা রয়েছেন, যাদের আয়ের খাত নির্দিষ্ট এবং রিটার্ন দাখিলে খুব বেশি আইনি জটিলতা নেই। কিন্তু এমন ব্যক্তিও আছেন, যাদের আয়-ব্যয় ও সম্পদের বিষয়গুলো অতটা সরল নয়। আইনি বিভিন্ন বিষয় এতে সম্পৃক্ত থাকে এবং জটিলতাও থাকে, যা সাধারণ করদাতার জন্য সহজবোধ্য নয়। এছাড়া প্রতিবছরই আয়কর আইনে নানা ধরনের পরিবর্তন ঘটে। পরিবর্তনগুলোর ফলে সাধারণ করদাতার পক্ষে এগুলো সঠিকভাবে রিটার্নে দাখিল করা সম্ভব নাও হতে পারে। এ ধরনের আয়করদাতা যাতে আয়কর আইন বিষয়ে অভিজ্ঞ একজন ব্যক্তির প্রতিনিধিত্বের মাধ্যমে তাদের রিটার্ন জমা দিতে পারেন সেজন্য টিআরএমএস সিস্টেম চালু করা হচ্ছে। এ সিস্টেমের মাধ্যমে একজন আয়কর আইনজীবী, আইনজীবী (বারের সদস্য), চার্টার্ড ও কস্ট অ্যাকাউনট্যান্ট হিসেবে নিবন্ধন রয়েছেÑএ ধরনের ব্যক্তি তার নিজস্ব ইউজার আইডি ব্যবহার করে অন্য আয়করদাতার রিটার্ন দাখিল করতে পারবেন। এক্ষেত্রে সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই। গ্রাহক হিসেবে যতজন ইচ্ছা ততজনের রিটার্ন দাখিল করতে পারবেন। আদালতে যেমন একজন ব্যক্তি তার নিজের পক্ষে নিজেই যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেন কিন্তু আইন বিষয়ে অভিজ্ঞতা না থাকার কারণে তিনি আইনজীবী নিয়োগ করেন। তেমনি একজন আয়করদাতা নিজেই তার রিটার্ন দাখিল করতে পারেন কিন্তু চাইলে তিনি একজন প্রতিনিধিত্বশীল ব্যক্তির মাধ্যমেও তা দাখিল করতে পারবেন। তবে প্রতি করবর্ষে করদাতা চাইলে প্রতিনিধি পরিবর্তন কিংবা নিজেও রিটার্ন দাখিল করতে পারবেন।

একজন অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে রিটার্ন দাখিলের ফলে আইনি জটিলতা উদ্ভূত হওয়ার শঙ্কা কমে যাওয়ার পাশাপাশি রিটার্নের সঠিকতা বা যথার্থতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এতে আয়করদাতার কাছ থেকে সঠিক রাজস্ব আদায় সম্ভব হবে।

ব্যক্তি করদাতার জন্য প্রশিক্ষণ

এদিকে ব্যক্তি করদাতারা যাতে সহজে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন, সেজন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে এনবিআর। এই লিংকে https://nbr.gov.bd/form/e-return-training/eng নিবন্ধন করে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন ব্যক্তি করদাতা এবং আইনজীবীসহ সংশ্লিষ্টরা। আগ্রহের ভিত্তিতে প্রতি ব্যাচে ৩০০ জনের জন্য প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সবার জন্য প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ই-রিটার্ন প্রশিক্ষণের তারিখ এবং সময় সব আগ্রহী করদাতা এবং কর আইনজীবীদের তাদের নিজ নিজ ইমেইলে জানিয়ে দেওয়া হবে।

৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত দেশের বল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল চলতি বছর বাধ্যতামূলক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে ট্যাক্স আইডেনটিটি নম্বর (টিআইএন) রয়েছে এক কোটি ২০ লাখের মতো। কিন্তু টিআইএন থাকা সত্ত্বেও এদের একটি অংশ রিটার্ন দাখিল করেন না। আবার যারা রিটার্ন দাখিল করছেন, তাদের মধ্যে ৭০ শতাংশই জিরো রিটার্ন দাখিল করছেন। অর্থাৎ আয়করযোগ্য আয় না থাকার কারণে তারা কোনো ধরনের আয়কর দেননি বলে তাদের রিটার্নে উল্লেখ করছেন। তবে এ ধরনের জিরো রিটার্ন দাখিলকারী আয়করদাতাদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে এনবিআর। বর্তমানে সাধারণ ব্যক্তি করদাতার ক্ষেত্রে বছরে তিন লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ের জন্য কোনো কর দিতে হয় না।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত