আমার দেশ অনলাইন
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সরকারি ক্রয় বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চ-পদস্থ নীতি নির্ধারণী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছে।
২০ অক্টোবর ২০২৫ তারিখে জাতীয় সরকারি ক্রয় প্রশিক্ষকগণের সঙ্গে পিপিআর, ২০২৫ -এর আলোকে সরকারি ক্রয় প্রশিক্ষণ কারিকুলাম উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় এ গুরুত্বারোপ করা হয়।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) -এর নবনিযুক্ত সচিব জনাব সিরাজুন নূর চৌধুরী প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, মন্ত্রণালয়গুলোকে সরকারি ক্রয় বিষয়ে শক্তিশালী করতে পারলে বিভাগ ও অধিদপ্তরও শক্তিশালী হবে। তেমনি সচিবগণের যদি এ বিষয়ে দক্ষতা থাকে তাহলে কর্মকর্তাদেরও ধারণা বৃদ্ধি পাবে।
আইএমইডি সচিব বলেন, মন্ত্রণালয় পর্যায়ে সরকারি ক্রয় বিষয়ে এখনও স্পষ্ট ধারণার ঘাটতি রয়েছে। এসব ঘাটতি কাটিয়ে উঠতে পারলে প্রকল্প বাস্তবায়নে আরও অগ্রগতি অর্জন সম্ভব।
দুই ধাপে পরিকল্পিত কর্মশালার প্রথম দিনে মোট ৭৩ জন জাতীয় ক্রয় প্রশিক্ষকের মধ্যে প্রথম দিন ৩০ জন উপস্থিত ছিলেন। ২৬ অক্টোবর বাকিদের নিয়ে দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হবে।
বিপিপিএ-এর পরিচালক ও জাতীয় ক্রয় প্রশিক্ষক জনাব শাহ ইয়ামিন-উল ইসলাম পিপিআর, ২০২৫ -এ নতুন ও পরিবর্তিত বিধিসমূহের উপর একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। উপস্থিত জাতীয় ক্রয় প্রশিক্ষকগণ বিভিন্ন বিধির বিষয়ে তাদের পরামর্শ প্রদান করেন।
জাতীয় ক্রয় প্রশিক্ষকগণের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী, সাবেক সচিব ও পূর্বতন সিপিটিইউ-এর মহাপরিচালক জনাব ফারুক হোসেন, পূর্বতন সিপিটিইউ-এর মহাপরিচালক জনাব অমূল্য কুমার দেবনাথ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মাসুদ আকতার খান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মো. আকনুর রহমান, পিএইচডি।
বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পিপিআর, ২০২৫-এ জাতীয় ক্রয় প্রশিক্ষকগণকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং দেশে একটি পাবলিক প্রকিউরমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে। তিনি জানান প্রত্যেক মন্ত্রণালয় ও সংস্থায় একটি করে প্রকিউরমেন্ট ইউনিট প্রতিষ্ঠার বিষয়ও পিপিআর, ২০২৫-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিপিপিএ -এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ জানান, সরকারি ক্রয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সব সচিবগণের জন্য বিপিপিএ একটি কর্মশালা করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং নতুন পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ যুগপৎ কার্যকর করা হয়েছে। জাতীয় ক্রয় প্রশিক্ষকগণ যাতে পিপিআর, ২০২৫ সম্পর্কে প্রশিক্ষণে অভিন্ন ও একই ধরনের বার্তা প্রদান করেন তা নিশ্চিত করাও এ কর্মশালার একটি উদ্দেশ্য ছিল। একই সাথে তাঁদের পরামর্শ নিয়ে চলমান সরকারি ক্রয় প্রশিক্ষণের মডিউলসমূহেও পরিবর্তন আনা হচ্ছে।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সরকারি ক্রয় বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চ-পদস্থ নীতি নির্ধারণী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছে।
২০ অক্টোবর ২০২৫ তারিখে জাতীয় সরকারি ক্রয় প্রশিক্ষকগণের সঙ্গে পিপিআর, ২০২৫ -এর আলোকে সরকারি ক্রয় প্রশিক্ষণ কারিকুলাম উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় এ গুরুত্বারোপ করা হয়।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) -এর নবনিযুক্ত সচিব জনাব সিরাজুন নূর চৌধুরী প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, মন্ত্রণালয়গুলোকে সরকারি ক্রয় বিষয়ে শক্তিশালী করতে পারলে বিভাগ ও অধিদপ্তরও শক্তিশালী হবে। তেমনি সচিবগণের যদি এ বিষয়ে দক্ষতা থাকে তাহলে কর্মকর্তাদেরও ধারণা বৃদ্ধি পাবে।
আইএমইডি সচিব বলেন, মন্ত্রণালয় পর্যায়ে সরকারি ক্রয় বিষয়ে এখনও স্পষ্ট ধারণার ঘাটতি রয়েছে। এসব ঘাটতি কাটিয়ে উঠতে পারলে প্রকল্প বাস্তবায়নে আরও অগ্রগতি অর্জন সম্ভব।
দুই ধাপে পরিকল্পিত কর্মশালার প্রথম দিনে মোট ৭৩ জন জাতীয় ক্রয় প্রশিক্ষকের মধ্যে প্রথম দিন ৩০ জন উপস্থিত ছিলেন। ২৬ অক্টোবর বাকিদের নিয়ে দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হবে।
বিপিপিএ-এর পরিচালক ও জাতীয় ক্রয় প্রশিক্ষক জনাব শাহ ইয়ামিন-উল ইসলাম পিপিআর, ২০২৫ -এ নতুন ও পরিবর্তিত বিধিসমূহের উপর একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। উপস্থিত জাতীয় ক্রয় প্রশিক্ষকগণ বিভিন্ন বিধির বিষয়ে তাদের পরামর্শ প্রদান করেন।
জাতীয় ক্রয় প্রশিক্ষকগণের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী, সাবেক সচিব ও পূর্বতন সিপিটিইউ-এর মহাপরিচালক জনাব ফারুক হোসেন, পূর্বতন সিপিটিইউ-এর মহাপরিচালক জনাব অমূল্য কুমার দেবনাথ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মাসুদ আকতার খান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মো. আকনুর রহমান, পিএইচডি।
বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পিপিআর, ২০২৫-এ জাতীয় ক্রয় প্রশিক্ষকগণকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং দেশে একটি পাবলিক প্রকিউরমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে। তিনি জানান প্রত্যেক মন্ত্রণালয় ও সংস্থায় একটি করে প্রকিউরমেন্ট ইউনিট প্রতিষ্ঠার বিষয়ও পিপিআর, ২০২৫-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিপিপিএ -এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ জানান, সরকারি ক্রয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সব সচিবগণের জন্য বিপিপিএ একটি কর্মশালা করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং নতুন পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ যুগপৎ কার্যকর করা হয়েছে। জাতীয় ক্রয় প্রশিক্ষকগণ যাতে পিপিআর, ২০২৫ সম্পর্কে প্রশিক্ষণে অভিন্ন ও একই ধরনের বার্তা প্রদান করেন তা নিশ্চিত করাও এ কর্মশালার একটি উদ্দেশ্য ছিল। একই সাথে তাঁদের পরামর্শ নিয়ে চলমান সরকারি ক্রয় প্রশিক্ষণের মডিউলসমূহেও পরিবর্তন আনা হচ্ছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামকেও অনুরূপ শাস্তি দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
৯ ঘণ্টা আগেব্যাংক সূত্রে জানা গেছে, অডিট টিমের তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনী শাস্তিমুলক ব্যবস্হার মুখোমুখি করা যায়।
১ দিন আগেপ্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে বিবিএস এমন এক প্রকল্পনির্ভর সংস্কৃতির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক স্মৃতিশক্তি দুর্বল করেছে, অস্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে এবং সদর দপ্তরকেন্দ্রিক কর্মপদ্ধতির ফলে মাঠপর্যায়ে দুর্বলতা তৈরি করেছে।
১ দিন আগে