আইডিএবির নেতৃবৃন্দ

ট্রিলিয়ন ডলারের ইন্টেরিয়র ডিজাইন ব্যবসায় বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১২: ৩৬

বাংলাদেশে দ্রুত বিকাশমান আবাসন ও নির্মাণ শিল্পের পশ্চাৎসংযোগ খাত হিসেবে ইন্টেরিয়র ডিজাইনিং এখন এক সম্ভাবনাময় সেক্টরে পরিণত হয়েছে। ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, এ খাতে রয়েছে বিপুল কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিএবির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম সরন। সংবাদ সম্মেলনে সহ-সভাপতি আর্কিটেক্ট সজীব জাহান, প্রধান উপদেষ্টা শাফিউল ইসলাম এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বব্যাপী ইন্টেরিয়র ডিজাইনিংয়ের বাজারের পরিমাণ কয়েক ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। অথচ বাংলাদেশ এখনও এ বিশাল বাজারে উল্লেখযোগ্য অংশগ্রহণ করতে পারছে না—এর পেছনে রয়েছে সহায়ক নীতিমালার অভাব, আগ্রাসী রাজস্ব কাঠামো এবং দক্ষ জনবলের সংকট। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আইডিএবি অন্তর্বর্তী সরকারের কাছে নীতিগত সহায়তা ও কর কাঠামোতে সংস্কারের আহ্বান জানায়।

আর্কিটেক্ট সজীব জাহান বলেন, ‘শৈল্পিকতা, জ্ঞান ও প্রযুক্তির সম্মিলনে ইন্টেরিয়র ডিজাইনারগণ বসবাস ও কাজের স্থানগুলোকে আরো কার্যকর ও নান্দনিক করে তোলেন। এ খাতটি তরুণদের জন্য একটি সম্ভাবনাময় ক্যারিয়ার পথ হতে পারে।’

প্রধান উপদেষ্টা শাফিউল ইসলাম বলেন, ‘নগরায়ন ও মানুষের রুচির পরিবর্তনের ফলে ঘরবাড়ি, অফিস, দোকান, হোটেলসহ বিভিন্ন স্থাপনায় ইন্টেরিয়র ডিজাইনের গুরুত্ব বাড়ছে। এটি এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন।’

সভাপতি সাইফুল ইসলাম সরন বলেন, ‘ইন্টেরিয়র ডিজাইনিং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এজন্য আমাদের সমন্বিত উদ্যোগ ও সরকারি সহায়তা প্রয়োজন।’

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি স্পন্সর করে দেশের খ্যাতনামা বিল্ডিং ম্যাটেরিয়ালস ব্র্যান্ড ‘তিলোত্তমা’ এবং ‘মাই কিচেন’।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত