বিপুল পরিমাণ সার আমদানি করবে সরকার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ২৯

বিদেশ থেকে বিপুল পরিমাণ সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় ১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানির জন্য চারটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৪তম সভায় মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন। আগামী মৌসুমে চাষাবাদের জন্য কৃষি উপকরণের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে সৌদি আরব, রাশিয়া, মরক্কো ও চীন থেকে এ সার আমদানি করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বিদ্যমান রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সব চালান আমদানি করবে।

প্রথম প্রস্তাব অনুযায়ী, বিএডিসি সৌদি আরবের মা’আদেন থেকে ৩৮৯ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করবে। প্রতি মেট্রিক টনের মূল্য হবে ৭৯৫ মার্কিন ডলার।

দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী, রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিনটর্গ)’ থেকে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকায় ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৬১ মার্কিন ডলার।

তৃতীয় প্রস্তাবে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ২১৫ কোটি ২৮ লাখ ৪৩ হাজার টাকায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। যার প্রতি টনের দাম পরবে ৫৮৫ দশমিক ৩৩ মার্কিন ডলার।

চতুর্থ প্রস্তাব অনুযায়ী, বিএডিসি চীনের বেনিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড থেকে ৩৮৯ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করবে। যার প্রতি টনের দাম পরবে ৭৯৩ দশমিক ৭৫ মার্কিন ডলার।

এ ছাড়া আজকের ক্রয় কমিটির সভায় আরো কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। যার মধ্যে রয়েছে— এলএনজি আমদানি এবং ২০২৬ সালের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) জন্য ২০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড (পি২ও৫: ৫২-৫৪%) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১৯১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার টাকা।

প্রতি টনের দাম পড়বে ৭৭৯ দশমিক ৫০ মার্কিন ডলার (এফওবি: ৬৭১.৫০ মার্কিন ডলার+ফ্রেইট: ১০৫ মার্কিন ডলার+কমিশন: ৩ মার্কিন ডলার)। সুপারিশকৃত সরবরাহকারী হলো সংযুক্ত আরব আমিরাতের এম.এস সান ইন্টারন্যাশনাল এফজেডই। যারা চীনের গুইয়াংসি পেংইউ ইকো-টেকনোলজি কো.লি. এবং দক্ষিণ আফ্রিকার ফসকর প্রাইভেট লিমিটেড থেকে সংগ্রহ করবে।

শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ১৭৪ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার ক্রয় করা হবে। যার প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭৪ মার্কিন ডলার (এফওবি: ৪৬৯ মার্কিন ডলার+ব্যাগিং চার্জ ৫ মার্কিন ডলার)।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় যুক্তরাজ্যের এম.এস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি ক্রয় করবে। এতে ব্যয় হবে ৮২৮ কোটি ২৫ লাখ ৯৭ হাজার টাকা। যার প্রতি একক মূল্য ১১ দশমিক ৫৪৯ মার্কিন ডলার।

অন্যদিকে শিক্ষা খাতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ইবতেদায়ি স্তরের (১ম থেকে ৫ম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য ২ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৩৬৭ কপি পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১২৭ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ১১৪ টাকা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত