‘শিল্প উন্নয়ন টেকসই ও স্থিতিশীল করতে উৎপাদনশীলতা বৃদ্ধি একান্ত জরুরি’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ২০

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেছেন, শিল্প উন্নয়ন টেকসই ও স্থিতিশীল করতে উৎপাদনশীলতা বৃদ্ধি একান্ত জরুরি। পার্শ্ববর্তী দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা তাদের অবস্থান উৎপাদনশীলতায় অনেক উন্নতি করেছে। এপিও প্রোডাকটিভিটি ডেটাবুক ২০২৪ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের শ্রমিক প্রতি উৎপাদনশীলতার প্রবৃদ্ধি হয়েছে ৪.৮ শতাংশ যেখানে ভারতের ৪.০ শতাংশ, চীনের ৫.৬ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ৩.৮ শতাংশ, পাকিস্তানের ২.০ শতাংশ, মালয়েশিয়ার ২.৬ শতাংশ হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশের জন্য উৎপাদনশীলতার গড় প্রবৃদ্ধি ৫.৬ শতাংশে উন্নীত হওয়া অসম্ভব নয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ফারস হোটেল এন্ড রিসোর্টে ন্যাশনাল প্রোডাকটিভিটি মাস্টার প্ল্যান বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করছে। দেশীয় কাঁচামাল ও সম্পদ ব্যবহার করে শ্রমঘন শিল্পায়নের পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত সুবিধাকে ধারণ করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা, খাতভিত্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং উৎপাদিত পণ্যের গুণগতমানের উৎকর্ষ সাধনের জন্য শিল্প মন্ত্রণালয় নিয়মিত কাজ করে যাচ্ছে

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ খালেদ রহীম। এসময় ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. নূরুজ্জামান এনডিসি এর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত