ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৫৯

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারো আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস (আনন্দ র‍্যালি)।

বিজ্ঞাপন
Capital-Ede-Miladunnabi--5

শনিবার বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিশাল বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে হাইকোর্ট মোড় ঘুরে বাংলা একাডেমির সামনে এসে শেষ হয়।

Capital-Ede-Miladunnabi--4

এ বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী জশনে জুলুসের নেতৃত্ব দেন সৈয়দ মইনুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী ও মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী।

Capital-Ede-Miladunnabi--1

র‍্যালিতে ‘হায়াতে নবীর জুলুসে যোগ দিন, সফল করুন’, ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ’, ‘মইনুদ্দীন বাবা, জিন্দাবাদ’, ‘সাইফুদ্দীন বাবা, জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে। জাতীয় কবি কাজী নজরুলের লেখা ‘ত্রি-ভূবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়’, আব্দুর রহমান বয়াতির লেখা ‘দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা’সহ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ইসলামি গান গাইতে গাইতে আনন্দ মুখর পরিবেশে র‍্যালি উৎযাপন করেন মাইজভান্ডারীর ভক্তরা।  

জুলুসে নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত