আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

আমার দেশ অনলাইন

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন
বুড়িগঙ্গা নদী। ছবি: সংগৃহীত

জাহাজের নোঙরের আঘাতে বুড়িগঙ্গা নদীর তলদেশে সৃষ্ট গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার এই লিকেজের মেরামত কাজ শেষ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাস সরবারহ।

বিজ্ঞাপন

এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ফায়ার সার্ভিস, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমিনবাজার ডিআরএস থেকে উৎসারিত বুড়িগঙ্গা নদীর গভীরে ঢাকামুখী ১২ ইঞ্চি×৫০ পিএসআইজি লাইনের লিকেজস্থলে লিক রিপেয়ার ক্ল্যাম্প স্থাপন সম্পন্ন হয়েছে। বর্তমানে এই লাইন থেকে ঢাকার নেটওয়ার্কে ২৫ পিএসআইজি চাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। বাহ্যিকভাবে কোনো গ্যাস লিকেজ এখন পরিলক্ষিত হচ্ছে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন