তিন দফা দাবি

৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের লাগাতার অবস্থান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৩: ১২
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৩: ১২

দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত বিধির গেজেট প্রকাশ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশ করা সহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরি প্রার্থীরা। সোমবার দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা জানান, ২০২৩ সালের ডিসেম্বরে ফলাফল প্রকাশিত হলেও ৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগের সুপারিশ কার্যক্রম দীর্ঘসূত্রতায় থমকে আছে। অথচ প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে জনবল সংকট দিন দিন তীব্রতর হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দপ্তর থেকে প্রায় ৯ হাজার শূন্যপদ অধিযাচন করা হয়েছে। কিন্তু বিধি সংশোধনের বিলম্বে বিপিএসসি এখনো সুপারিশ কার্যক্রম শুরু করতে পারেনি। এর ফলে প্রায় ৬ হাজার ৫০০ ভাইভা উত্তীর্ণ মেধাবী নন-ক্যাডার প্রার্থী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

সংশ্লিষ্টদের মতে, ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রক্রিয়া দ্রুত শুরু করলে নতুন পরীক্ষা ছাড়াই দক্ষ জনবল নিয়োগ সম্ভব হবে। এতে সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা-দ্রুত ও স্বচ্ছ নিয়োগ-বাস্তবায়ন হবে। অথচ বর্তমানে কিছু মন্ত্রণালয় অধিযাচিত পদ প্রত্যাহার করে আলাদা বিজ্ঞপ্তি দেওয়ার উদ্যোগ নিচ্ছে, যা সরকারের ‘দ্রুত নিয়োগ’ নীতির পরিপন্থী।

এই প্রেক্ষাপটে, বাধ্য হয়ে তিন দফা দাবিতে সোমবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীরা।

তিন দফা দাবির মধ্যে আরো রয়েছে— প্রাইমারি ও যুব উন্নয়নসহ ৪৩তম বিসিএস নন-ক্যাডারের নামে অধিযাচিত কোনো পদ প্রত্যাহার করে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ এবং ৪৩তম বিসিএস-এর নামে অধিযাচিত সকল পদ অবশ্যই ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করতে হবে।

প্রার্থীরা মনে করছেন, এই নিয়োগ দ্রুত সম্পন্ন হলে সরকার দক্ষ জনবল পাবে, শূন্যপদ সংকট কমবে এবং সরকারের সময় ও ব্যয় সাশ্রয় হবে। তাছাড়া এটি জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করবে, যেখানে ছাত্রসমাজের প্রধান দাবি ছিল বেকারত্ব দূরীকরণ ও দুর্নীতিমুক্ত নিয়োগ। তাই দ্রুত পদক্ষেপ নিলে সরকার যেমন জনসেবায় গতি আনতে পারবে, তেমনি তরুণ সমাজের আস্থা ও সমর্থনও অর্জন করবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত