রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১৫: ২২
আপডেট : ০৫ জুন ২০২৫, ১৫: ৩৬

রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম এ কে এম কৌশিক আহমেদ নয়ন (৪৬)।

বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে খিলগাঁও নাগধার পাড় সামিরা ফিলিং স্টেশনের সামনে ডেমরা মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের ভগ্নিপতি শহীদুল্লাহ কবির বলেন, নয়ন নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি করতেন। পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জে। ঈদ উপলক্ষ্যে পরিবারকে আগেই গ্রামের বাড়ি নাটোরে পাঠিয়ে দেন।

তিনি জানান, 'বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে ঈদ করতে গ্রামের বাড়ি নাটোরে যাচ্ছিলেন'।

খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ সেখান থেকে তাঁর লাশ উদ্ধার কর ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

খিলগাঁও থানার এসআই মো. রেজাউল করিম বলেন, দ্রুতগতির ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীরএ কে এম কৌশিক আহমেদ নয়ন ঘটনাস্থলেই মারা যায়। মৃত কৌশিক আহমেদ নয়নের গ্রামের বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া থানার নুরপুর মালঞ্চি গ্রামে। তার বাবার নাম মৃত সাজেদুর রহমান।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত