নলছিটি উপজেলা সমিতি

হাজী মহসীন সভাপতি, এডঃ দেলোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৭: ৩৭

ঢাকাস্থ নলছিটি উপজেলা কল্যাণ সমিতির ২০২৫-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাজী মো. মহসীন আলী খান সভাপতি এবং অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ফেরদাউস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি: নাসির উদ্দিন মজিবর, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. জসিম উদ্দিন খান সাংগঠনিক সম্পাদক: আক্তার হোসেন রিপন। অর্থ সম্পাদক: সোহেল রানা (বাবু) সহ ২৫ জন নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এই সমিতি নলছিটি উপজেলার ঢাকাস্থ বাসিন্দাদের ঐক্যবদ্ধ করা ছাড়াও শিক্ষা, মানবিক উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে। বিশেষ করে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন, মিঞা আহমেদ কিবরিয়া ও মনিরুজ্জামান খোকন তালুকদারের নেতৃত্বে সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত