আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাইন্সল্যাবে দুই কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্টার

সাইন্সল্যাবে দুই কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ নিয়ন্ত্রণে সাইন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষ হয়।

এ সময় মিরপুর সড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের একটি দল উভয় কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গণমাধ্যমকে জানান, উভয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। তাদের সরিয়ে দেয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন