মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সাইফুল হক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১৯: ৩৪

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নানা রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমাদের অবশ্যই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। আমরা আশা করব, এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরা দেখতে চাই দেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকার সফল হবে।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির সাংগঠনিক সম্মেলনে তিনি এসব কথা করেন।

বিজ্ঞাপন

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের করতে হবে। পাশাপাশি জুলাই মাসে সংঘটিত ‘গণহত্যার দ্রুত বিচার এবং রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। পাশাপাশি কোনো পরাশক্তির কাছে বাংলাদেশ যাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঝুঁকে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখা জরুরি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা।

অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সাইফুল হক বলেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদ হতে পারে। সরকারের সদিচ্ছা থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব।

এসময় তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানকে বিপ্লব বলে চালানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা কোনো নতুন আদর্শ চাপিয়ে দেয়া মেনে নেব না। গণতন্ত্র ও গণ-আন্দোলনের পথ রুদ্ধ করতে যে সহিংসতা চালানো হয়েছে, তার বিচার চাই। এসময় ভারতের আধিপত্যবাদ নিয়েও উদ্বেগ প্রকাশ করে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ নানা ইস্যু নিয়ে কথা বলেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত