শিক্ষাবিদ অধ্যাপক জোসনা ইদ্রীসের ইন্তেকাল, পেশাজীবী মহিলা ফোরামের শোক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ২০: ২৯

বিশিষ্ট শিক্ষাবিদ,বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরামের সভানেত্রী অধ্যাপক জোসনা ইদ্রীস ইন্তেকাল করেছেন। রোববার ভোরে রাজধানী শ্যামলীর একটি হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিছুদিন যাবৎ শারিরীক অসুস্থতায় ভুগছিলেন ।

তার মৃত্যুতে পেশাজীবী মহিলা পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনটির সেক্রেটারি উন্মে নওরিন স্বাক্ষরিত বাণীতে এই শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বাণীতে বলা হয়, কৃতি এই শিক্ষক তার জীবদ্দশায় বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন। তিনি মুমিন্নুন্নেসা, বদরুন্নেসা ও ইডেন কলেজে জিওগ্রাফি বিভাগে অধ্যাপনা করেছেন। দেশ ও দেশের বাইরে হাজার হাজার ছাত্রী ও গুণমুগ্ধদের রেখে দুনিয়ারা সফর শেষ করেছেন তিনি।

অধ্যাপক জোসনা ইদ্রীসের চরিত্রের সবচেয়ে বড় সৌন্দর্য ছিল তার অমায়িক ব্যবহার। তা সংস্পর্শে বাংলার হাজারো নারী আলোকিত হয়েছেন।

এতে আরো বলা হয়, পেশাজীবী মহিলা ফোরামের সভানেত্রী হিসেবে ফোরামকে সুসংগঠিত ও নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে গেছেন। আমরা এই ফোরামের সদস্যরা তার এই অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মহান আল্লাহ এই নিবেদিতপ্রাণ শিক্ষকের সারা জীবনব্যাপী সব সৎ কাজকে সদাকায়ে জারিয়ার কাজ হিসেবে কবুল করুন। সেইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত