বিচারকের গাড়িতে চুরি করতে গিয়ে বিপাকে চোর

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৫: ৫৪

ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারকের প্রাইভেট কারে চুরি করতে গিয়ে বিপাকে পড়েছেন এক চোর। গাড়ির যন্ত্রাংশ চুরি করার সময় মো. রোহান নামে এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। এরপর তাকে রাজধানীর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর দায়রা জজের গাড়িটি আদালতের পার্কিং করার স্থানে পার্ক করা ছিল। সেখান থেকে গাড়ির যন্ত্রাংশ চুরি করা সময় তাকে হাতেনাতে আটক করেন ওই গাড়ির ড্রাইভার মো. নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

মহানগর দায়রা আদালতের ড্রাইভার কাজী সামছুল আলম বাহার জানান, সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে বিচারকদের গাড়ি পার্কিং স্থানে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিছুক্ষণ পর ওই গাড়ির থেকে যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছিল সে। চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ওই যুবকের পকেট থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়। এরপর তাকে কোর্ট পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিশেষ জজ আদালত-৪ এর ড্রাইভার মো. ওমর ফারুক বলেন, এর আগেও বিচারকদের পার্কিং স্থান থেকে একাধিকবার বিভিন্ন মালামাল চুরি হয়েছে। গাড়ির যন্ত্রাংশ চুরি কারণে আমাদেরকে অনেক কথা শুনতে হয়। কয়েকবার চেষ্টা করেও তাকে ধরা যায়নি। আজকে হাতেনাতে তাকে আটক করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় ইন-চার্জ মো. রিপন মিয়া বলেন, বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তাকে কোতোয়ালি থানার পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট কোতোয়ালী থানার উপ-পরিদর্শক এনামল হক জানান, ইতিমধ্যে আমরা ওই যুবককে হাতে পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালত হাজির করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত