জাতীয় কবিতা পরিষদের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫, ২২: ৪৮

জাতীয় কবিতা পরিষদের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন। সোমবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশব্যাপী ক্রমবর্ধমান বৈষম্য, মৌলবাদী হুমকি এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে একটি সমন্বিত কণ্ঠ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। উভয়পক্ষ একটি গণতান্ত্রিক, প্রগতিশীল, সাম্যবাদী ও বহুস্বরভিত্তিক সাংস্কৃতিক বাংলাদেশ গঠনে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার প্রয়োজনীয়তা অনুভব করেন।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য কবি মতিন বৈরাগী, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শ্যামল জাকারিয়া, জনসংযোগ সম্পাদক কবি রফিক হাসান, সহ-সভাপতি গোলাম শফিক, এবিএম সোহেল রশিদ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান।

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে কবি নুরুন্নবী সোহেল, কবি ইউসুফ রেজা, কবি আসাদ কাজল, কবি রোকন জহুর, কবি শিমুল পারভিন, কবি সবুজ মনির, কবি নাহিদ হাসান, কবি তাসকিনা ইয়াসমিনসহ আরো অনেকে এবং ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, মীর রেজাউল আলম, আকবর খান, আবু হাসান টিপু, বাবর চৌধুরী প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত