ঢাকায় ২৮ ফেব্রুয়ারি বগুড়া ফেস্ট-২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ২১

বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি রাজধানীর বনানীতে ২৮ ফেব্রুয়ারি আয়োজন করতে যাচ্ছে বগুড়া ফেস্ট-২০২৫।

রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আয়োজকরা। বগুড়া ফেস্ট -২০২৫ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব জুলফিকার হুসাইন সোহাগসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তারা জানান, বগুড়া জেলা দেশের এবং রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা।

ঢাকাস্থ বগুড়ার সাংবাদিক, সাহিত্যিক, শিল্পীদের নিয়ে গঠিত এই সংগঠন প্রথমবারের মতো এই ফেস্ট আয়োজন করতে যাচ্ছে। ফেস্টে বিভিন্ন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণিজন সংবর্ধনা, আলুঘাটি ও দই উৎসবসহ নানা লোকজ আয়োজনে সমৃদ্ধ থাকবে বলে আয়োজকরা জানান।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত