ঈদের আগেই ঢাকা উত্তর সিটির দুই রাস্তা উদ্বোধন করলেন প্রশাসক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১৬: ৪৮
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৬: ৪৮

পবিত্র ঈদুল ফিতরের আগেই নগরীর দুই রাস্তা উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। বৃহস্পতিবার সকালে মিরপুর ডিওএইচএস থেকে দিয়াবাড়ি সংযোগ সড়ক ও ১৮ নং ওয়ার্ডের উত্তরা আজমপুর কাঁচাবাজার থেকে চামুরখান সড়ক উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর প্রতিশ্রুতি দিয়েছিলাম রোজার মধ্যেই মিরপুর-১২ ডিওএইচএস-উত্তরা রাস্তাটির নির্মাণ কাজ শেষ করবো। ঈদের আগেই রাস্তা সম্পন্ন করে উদ্বোধন করলাম। ঈদের মানুষের ঘোরাঘুরি করতে পারে সেটি মাথায় রেখেই রাস্তাটি নির্মাণ ও সংস্কার করা হয়েছে। দুর্ভোগ লাঘব করতেই দ্রুত সময়ের মধ্যে করে দিয়েছি।

উত্তরা আজমপুর কাঁচা বাজার থেকে চামুরখান সড়ক উদ্বোধন প্রসঙ্গে প্রশাসক বলেন, আজমপুর কাঁচাবাজার থেকে চামুরখান ব্রিজ পর্যন্ত ৩.৬ কিমি প্রধান সড়কের কাজ সম্পন্ন হয়েছে। আজকে উদ্বোধন করে দিচ্ছি। ঈদের পরই এয়ারপোর্ট থেকে কাউলা সড়কের নির্মাণ কাজও সম্পন্ন হয়ে যাবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা ইতোমধ্যে প্রধান সড়কগুলোর মেরামত প্রায় শেষ করেছি। সব প্রধান সড়কের মেরামত করে উঁচু নিচু রাস্তা সমান করা হয়েছে। পাঁচ আগস্টের পর অনেক ঠিকাদার পালিয়ে গেছে। তাই পিপিআর রুল অনুসরণ করে কাজ করায় কিছুটা সময় প্রয়োজন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, ১৮ নং ওয়ার্ডের প্রকল্প বাস্তবায়নকারী ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগে. জেনা. মোহাম্মদ ওসমান সরোয়ার, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, মো. জুলকার নায়ন ও মো. জিয়াউর রহমান, ১৮ নং ওয়ার্ড প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদুর রহমান খান ও প্রকল্প কর্মকর্তা মেজর এস সৌমিক ইসলাম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত