৫ দফা দাবিতে কফিন মিছিলের ডাক জুলাই ঐক্যের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৪: ০৩
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৫: ১৯

৫ দফা দাবিতে রাজধানীতে প্রতীকী কফিন মিছিল কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য। বুধবার রাত সাড়ে ৭টায় রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে কফিন মিছিলটি শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হবে। এসময় গণঅভ্যুত্থানের সকল শহিদ ও আহতদের সুস্থতা জন্য দোয়ার আয়োজন করা হবে।

মঙ্গলবার প্লাটফর্মটির সংগঠক ইসরাফিল ফরাজী স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

জুলাই ঐক্যের ৫ দফা দাবি—জুলাই ঘোষণাপত্র, প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর সংস্কৃতির সংস্কার।

জুলাই ঐক্য জানিয়েছে, গত রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ১০৮ সংগঠনের প্রতিনিধি নিয়ে সম্মেলন থেকে ১৫ জুলাই প্রতীকী কফিন মিছিল কর্মসূচির সিদ্ধান্ত হয়। পরবর্তীতে জুলাই ঐক্যের সংগঠকদের সঙ্গে আলোচনা করে একদিন পিছিয়ে গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের হত্যার দিন নির্ধারণ করা হয়।

কফিন মিছিলে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে জুলাই ঐক্য।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত