পূর্ব ধলপুরে গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ২২: ০৭

রাজধানীর ধলপুরে কয়েক বছর যাবত নিয়মিত গ্যাস সরবরাহ না থাকায় চরম দুর্ভোগে পরেছেন বাসিন্দারা। এই সমস্যা সমাধানের দাবিতে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেছেন।

শনিবার এ মানববন্ধন কর্মসূচি পালন করেন পূর্ব ধলপুরের ইদ্রিস আলী রোড ও ৪৯ নং ওয়ার্ডের বাসিন্দারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাজধানীর মতো জায়গায় আমাদের বাসা-বাড়িতে দিনের বেলা একেবারেই গ্যাস থাকে না। নিয়মিত গ্যাস বিল প্রদানের পরেও আমরা গ্যাস পাচ্ছি না। বিষয়টি খুব দুঃখজনক। গ্যাস সংকটের কারণে চরম কষ্টের মধ্যে রয়েছে এলাকাবাসী।

সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, গ্যাস সংকটের কারণে বাসায় রান্না করতে সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে। অন্যদিকে গ্যাস ব্যবহার না করেও প্রতি মাসে তিতাসকে বিল পরিশোধ করতে হচ্ছে। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। অনতিবিলম্বে আমাদের গ্যাস সরবরাহ সমস্যার সমাধান করুন।

মানববন্ধন শেষে তিতাস কর্তৃপক্ষের কাছে পূর্ব ধলপুরের ইদ্রিস আলী রোড ও ৪৯ নং ওয়ার্ডের বাড়িওয়ালাদের স্বাক্ষরিত স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে ধলপুরবাসী উল্লেখ করেন, আমরা যাত্রাবাড়ীর ধলপুরের ইদ্রিস আলী রোড এলাকার বাসিন্দা। বিগত একমাস যাবত ঠিকমতো গ্যাস পাই না। এলাকায় সাধারণত রাত সাড়ে ১০টা হতে ভোর ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ থাকে। এ সময় আমাদের গ্যাসের তেমন প্রয়োজন হয় না। কিন্তু অন্য প্রয়োজনীয় সময় লাইনে গ্যাস থাকে না। যার ফলে আমরা ও আমাদের এলাকাবাসী মানবেতর জীবন যাপন করতেছি। কোনো বেলা খেয়ে আর কোনো বেলা না খেয়ে দিনাতিপাত করতেছি। এমতাবস্থায় আমাদের গ্যাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

এতে তারা আরও উল্লেখ করেন, আমাদের বাড়িতে যে সকল ভাড়াটিয়া আছে তারা গ্যাস না পাওয়ার কারণে বাসা ছাড়ার নোটিশ প্রদান করতেছে যা অত্যন্ত দুঃখজনক। এ অবস্থায় অতীব জরুরীভাবে ঠিকমতো গ্যাস প্রদানের জন্য অনুরোধ করছি।

৪৯ নং ওয়ার্ডের বাড়িওয়ালাদের দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের অন্তর্গত ধলপুর এলাকায় সাধারণ মানুষ দিনের বেলায় একদমই গ্যাস পাচ্ছে না। শুধু রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত গ্যাসের সরবরাহ থাকে। এতে আমাদের স্বাভাবিক জীবনপ্রবাহ ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছে।

এমতাবস্থায়, ধলপুরের গ্যাসের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সংস্কারকাজ ও উদ্যোগ গ্রহণের জন্য জোর সুপারিশ জানাচ্ছি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত