রাজধানীর বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৩৬
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৬

রাজধানীর বংশাল নাজিরাবাজার এলাকায় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। আমিন একটি বেকারি দোকানের কর্মচারী ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিখালি গ্রামে। বাবার নাম মো. বাদশা মিয়া। তিনি হজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত