ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১০: ৪২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকার (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন। তার নাম হোসেন আলী মোড়ল (৬৫)। গতকাল সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়।

বিজ্ঞাপন

কারারক্ষী মোহাম্মদ আরমান জানান, সোমবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় কারাগারে আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, হোসেন আলী মোড়ল কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ৭০৯/১। তার গ্রামের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কালিকাপুর গ্রামে নবাব আলী মোড়লের ছেলে। তিনি আরো জানান, হোসেন আলী হত্যা মামলায় যাবতজীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত