হেফাজতের মহাসমাবেশ সফলে মিরপুরে মামুনুল হকের নেতৃত্বে মিছিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ মে ২০২৫, ১৮: ৫০

নারী সংস্কার কমিশন বাতিল সহ চার দফা দাবিতে অনুষ্ঠিতব্য ৩ মে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হেফাজতে ইসলাম পল্লবী শাখার উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বিজ্ঞাপন

বক্তব্যে তিনি বলেন, নারী কমিশন কর্তৃক প্রস্তাবিত নীতিমালার বেশ কিছু ধারা সরাসরি কুরআনের সঙ্গে সাংঘর্ষিক। এই নীতিমালা বাস্তবায়িত হলে ইসলামি পরিবার ব্যবস্থা ধ্বংসের মুখে পরবে। সুতরাং এই সংস্কার প্রস্তাবনা ও কমিশনকে বাতিল করতে হবে।

মিরপুরবাসীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, হেফাজতে ইসলাম আহুত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করতে মিরপুরের সর্বস্তরের জনতাকে সকাল নয়টার আগে উপস্থিত থাকার আহ্বান জানাই।

পল্লবী থানার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশ যৌথ সঞ্চালনা করেন পল্লবী থানার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মালেক ও বায়তুল আতিক জামে মসজিদের খতিব মুফতি সাঈদ আহমাদ।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জামিয়া মোহাম্মাদিয়া মিরপুর-৭ এর প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাতেন কাসেমী, জামিয়া দারুল উলুম মিরপুর-৬ এর প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম, খাদেমুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা শহিদুল্লাহ কাসেমী, মিরপুর মডেল থানা মসজিদের খতিব মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আব্দুল্লাহ নাটোরী, মাওলানা আব্দুল আজিজ কাসেমী সহ বৃহত্তর মিরপুরের বিভিন্ন থানার বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব ও মুহতামিমগণ।

সমাবেশ শেষে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ গণ মিছিল মিরপুরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিক্ষুব্ধ জনতা ‘যৌনকর্মীদের শ্রমিকের মান, বাতিল করো করতে হবে’, ‘হেফাজত আসছে, রাজপথ কাঁপছে’, নারী সংস্কার কমিশন, ‘বাতিল করো করতে হবে’ ইত্যাদি স্লোগান দেয়। সভাপতি মাওলানা আব্দুস সালামের দোয়ার মাধ্যমে মিছিলটি সমাপ্ত হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত