সৌদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১৭: ২১

সৌদি এয়ারলাইন্সের পরিচালনায় এবার বাংলাদেশ থেকে ৮০টি ফ্লাইটের মাধ্যমে পবিত্র হজ পালনে মক্কা ও মদিনায় যাবে ৩০ হাজারেরও বেশি হজযাত্রী। সোমবার হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন।

এ বছর ৩৯৮ জন হজযাত্রী নিয়ে ১ম ফ্লাইট পরিচালনাকারী রাজকীয় সৌদি এয়ারলাইন্স এ বছর ৮০টি ফ্লাইটে ৩০ হাজার ৪৮৫ জন যাত্রী পবিত্র নগরী মক্কা এবং মদিনায় নিয়ে যাবে।

বিজ্ঞাপন

সৌদিয়া এয়ারলাইন্স ও প্রতিষ্ঠানটির মনোনীত জিএসএ ইউনাইটেড লিংকের আয়োজনে হজ ফ্লাইট ২০২৫ উদ্‌বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আব্দুলাজিজ ফাহাদ এম আল ইব্রাহিম, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া, সৌদিয়া এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার সামী এম আল গাদি এবং সৌদিয়া এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিংকের এমডি আহমেদ ইউসুফ ওয়ালিদ।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত