ইতালি ভিসা জটিলতার সমাধান না হলে কঠোর কর্মসূচি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১৫: ২০

বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার কারণে ভিসা জটিলতায় ভুগছে ইতালি ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা। আগামী ১৫ দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে প্রবাসীদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করার কথা জানান তারা। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজকরা।

বিজ্ঞাপন

এ সময় লিখিত বক্তব্যে ভিসা প্রত্যাশীদের অন্যতম সমন্বয়ক লোটাস পারভেজ বলেন, ইতালির ওয়ার্ক পারমিট জমা দিয়ে বছরের পর বছর পার হলেও ভিসা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছি আমরা। বেশির ভাগ ক্ষেত্রে সবার দুই বছর হয়ে গেছে পারমিট জমা দেয়ার। তাছাড়া ওয়ার্ক পারমিট জমা দিতে অনেক টাকা আমাদের খরচ হয়েছে। পরিবারের একটু সুখের আশায় কেউ ঋণ করে, কেউ ভিটে বিক্রি করে টাকা জমা দিয়েছি। কিন্তু আজ আমরা হতাশ। আমাদের সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না।

তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে আমাদের লক্ষাধিক ভিসা প্রত্যাশীর দীর্ঘদিন ধরে আটকে থাকা ওয়ার্ক পারমিট দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে প্রবাসীদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করার কথা জানান।

মো. রিয়াদ হোসেন নামের ভুক্তভোগী বলেন, আমরা বেশির ভাগই দুই বছর ধরে ইতালি ভিসা জটিলতায় ভুগছি। এই জটিলতা সমাধানের জন্য আমরা সরকারকে বার বার তাগাদা দিয়েছি। বিগত সময়ে আমরা নানা কর্মসূচির মাধ্যমে সরকারের হস্তক্ষেপ কামনা করছি, যেন সরকার কূটনৈতিকভাবে সমস্যার স্থায়ী সমাধান করে দেয়। সেসব কর্মসূচির ভেতর গত ৯ সেপ্টেম্বর শাহাবুদ্দিন পার্কের কর্মসূচি উল্লেখযোগ্য ছিল। তখন গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী আমাদের আশ্বস্ত করেছেন যে তারা সরকারের সাথে কথা বলে আমাদের সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু সেই আশ্বাস বাস্তবে কোনো ফল পায়নি।

তিনি আরও বলেন, সরকার দ্রুত সময়ে ইতালি ভিসা সংকট নিরসনে জরুরি পদক্ষেপ না নিলে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি দেওয়া হবে এবং আমরা লক্ষাধিক ভুক্তভোগী এবং তাদের পরিবারকে সাথে নিয়ে আমরণ অবস্থান কর্মসূচি পালন করবো।

মেহেদী হাসান নামের আরেক ভুক্তভোগী বলেন, আমরা সব সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্মারকলিপি প্রদান করছি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে সব বিষয় তুলে ধরছি কিন্তু তিনি সমস্যার সমাধান করে দেবেন বলে আশ্বাসই দিয়েছেন। আজ পর্যন্ত তারা সমস্যার সমাধান করার জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত