জ্বালানি খনিজ পানি সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়ন নিশ্চিতের দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৫: ০৩

জাতীয় স্বার্থে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের পদসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে ভূতত্ত্ববিদ পেশাজীবীর পদায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, পেট্রোবাংলা, বাপেক্স এবং সহযোগী প্রতিষ্ঠানসমূহে গুরুত্ব নিয়ে ভূতত্ত্ববিদ পদের অবস্থান থাকলেও সংস্থাগুলোর শীর্ষ পদের কাজগুলোতে প্রায়ই অনভিজ্ঞ কর্মকর্তা দ্বারা পূরণ করা হচ্ছে। তা একদিকে যেমন ভূতত্ত্ববিদ পেশাজীবীদের সীমিত সংখক উর্ধ্বতন পদে পদায়নের সুযোগকে আরও সীমিত করে তোলে, অন্যদিকে সংস্থাগুলোর সার্বিক কর্মকাণ্ডকে শ্লথ করে।

এসময় সংগঠনের পক্ষ থেকে কিছু সুপারিশ করা হয়েছে। সুপারিশ গুলো হলো- জাতীয় স্বার্থে খনিজ ও প্রাকৃতিক সম্পদ, ভূ-গর্ভস্থ পানিসহ পানিসম্পদ, সুনীল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প, বন্যা, নদী ভাঙ্গনসহ প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন ইত্যাদি সংশ্লিষ্ট নীতি-নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ভূতত্ত্ববিদগণকে অন্তর্ভূক্ত করতে হবে।

বাংলাদেশে ভূতাত্ত্বিক জ্ঞান ও বিজ্ঞান সংশ্লিষ্ট সকল উন্নয়ন কর্মকাণ্ডে ভূতত্ত্ববিদ পেশাজীবী ও গবেষকগণের উপযুক্ত অর্ন্তভূক্তি নিশ্চিত করে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন অধিকতর গতিশীল ও সমৃদ্ধ করনে সুযোগ প্রদান করা, জাতীয় উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এবং পেট্রোবাংলার চেয়ারম্যান পদসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে ভূতত্ত্ববিদ পেশাজীবীর পদায়ন নিশ্চিত করতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত