আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় নারী অধিকার আন্দোলনের নিন্দা

আমার দেশ অনলাইন

রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় নারী অধিকার আন্দোলনের নিন্দা

নারী অধিকার আন্দোলনের সভানেত্রী মমতাজ মাননান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাসভবনে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও কঠোর নিন্দা জ্ঞাপন করেছেন।

তিনি মন্তব্য করেন যে, এ ধরনের হামলা কেবল রাফিয়া বা তার পরিবারকে নয়, বরং দেশের গণতান্ত্রিক ও মুক্ত চিন্তার পরিবেশকে লক্ষ্য করে করা হয়েছে। এটি ভিন্নমত দমনের একটি হীন প্রচেষ্টা, যা নারী নেতৃত্ব ও শিক্ষার প্রতিও একটি হুমকি।

বিজ্ঞাপন

এই হামলা নারীর রাজনৈতিক অংশগ্রহণের প্রতি একটি নেতিবাচক বার্তা দিবে যা সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও নারী উন্নয়নের জন্য হুমকিস্বরূপ।

তিনি অবিলম্বে এই ঘৃণ্য কাজের সাথে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে, তিনি রাফিয়া ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবি জানিয়েছেন।

মমতাজ মাননান আরো বলেন, প্রতিবাদের কন্ঠস্বরকে ভয় দেখিয়ে থামানো যাবে না। তিনি নারীসমাজ সহ সকলকে এ ধরনের অগণতান্ত্রিক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।

একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে "নারী অধিকার আন্দোলন"-এর সংগ্রাম অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন