ঢাবিতে আলোচনা সভায় বক্তারা

'বাংলা ভাষাকে হৃদয়ে লালন করলে জাতি সম্মানিত হবে'

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ২৪

মাতৃভাষা বাংলাকে হৃদয়ে লালন করতে হবে। তাতে মাতৃভাষা গৌরবদীপ্ত হওয়ার পাশাপাশি জাতি আরও সম্মানিত হবে বলে ভাষা দিবসে সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর.সি মজুমদার মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারী প্রয়াসের সেক্রেটারি ও লালমাটিয়া মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. ফেরদৌস আরা খানম বকুলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নারী প্রয়াসের সহ-সভাপতি ডাক্তার ফাতেমা ইয়াসমিন, অধ্যাপক ড. আবিদা সুলতানা, সহকারী সেক্রেটারি সাহেল মোস্তারী, ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলা ভাষার ইতিহাসের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, বাংলা ভাষার মৌলিকত্ব বজায় রাখতে হবে আমাদেরকেই। কাজের প্রয়োজনে আমাদেরকে আন্তর্জাতিক ভাষা জানতে হবে। তবে নিজের মায়ের ভাষার সম্মান থাকবে সর্বাগ্রে। নিজেদের দেশ, নিজেদের মানুষ হিসেবে আমরা যেভাবে বাংলাকে ধারণ করব, তার ভেতর দিয়েই বাংলা ভাষার প্রকাশ-বিকাশ নিশ্চিত হবে।

সভাপতির বক্তব্যে সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামিমা তাসনিম বলেন, মাতৃভাষায় শ্রেষ্ঠত্ব অর্জন না করে কেউ অন্য ভাষাতেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না। এসময় মাতৃভাষায় কুরআনকে জানার ব্যাপারেও গুরুত্বারোপ করেন তিনি।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত