রাজধানীর বংশালে বৈদ্যুতিক শট-সার্কিটে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৩৯

রাজধানীর বংশালে নাজিরা বাজার চৌরাস্তা নার্স কমপ্লেক্স ৭তালায় বৈদ্যুতিক শট-সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ নাঈম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পেশায় দর্জির কাজ করতো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা রাকিব মিয়া জানান, নিহত নাঈম নাজিরা বাজার চৌরাস্তা নার্স কমপ্লেক্সের ৭তালায় বৈদ্যুতিক শট-সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলার সরিষা বাজার এলাকার হেজমত আলীর সন্তান। বর্তমানে,নাজিরা বাজার নার্স কমপ্লেক্সের ৭তালায় থাকতো ও দর্জির কাজ করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত