ব্যস্ত শহুরে জীবনে সময়ই এখন সবচেয়ে বড় বিলাসিতা। প্রতিদিন জীবনের তাগিদে ছুটে চলা, জ্যামে আটকে থাকা আর কাজের চাপে ঘরের কাজকে দ্রুত ও সহজভাবে শেষ করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছেই। ঠিক এই বাস্তবতা থেকেই আধুনিক জীবনের জন্য কার্যকর সমাধান নিয়ে কাজ করে যাচ্ছে রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, চার বছরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ফসল, স্বনামধন্য হোমকেয়ার ব্র্যান্ড সানবিট দর্শকদের সামনে লিকুইড ডিশওয়াশ-এর নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছে। এই বিজ্ঞাপনের সবচেয়ে বড় আকর্ষণ, সানবিট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। বাস্তব জীবনের ঘরোয়া আবহে তৈরি এই বিজ্ঞাপনটি ইতোমধ্যে কেড়েছে দর্শক আকর্ষণ।
নতুন এই বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে দুই বোনের খুনসুটি আর ঘরোয়া কাজের দারুণ এক রসায়ন। বিজ্ঞাপনের মূল বার্তা হলো, সানবিট লিকুইড ডিশওয়াশের অসাধারণ কার্যকারিতা, মাত্র ১ চামচেই ৩০টিরও বেশি থালাবাসন ঝকঝকে পরিষ্কার করা সম্ভব। পরিমণির সাবলীল অভিনয়ের মাধ্যমে গৃহিণীদের দৈনন্দিন কাজের চাপ কমানোর একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে।
বাংলাদেশের প্রথম স্মার্ট স্পার্কলিং টেকনোলজি এবং লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ মাত্র ১ চামচেই সহজেই তেল-চর্বি দূর করে পরিষ্কার করে ৩০টিরও বেশি থালা-বাসন। এই স্মার্ট স্পার্কলিং টেকনোলজি যুক্ত সানবিট লিকুইড ডিশওয়াশ নিশ্চিত করে সাশ্রয়, স্বাচ্ছন্দ্য ও সময় বাঁচানোর বাস্তব অভিজ্ঞতা আর থালা-বাসনে এনে দেয় ডায়মন্ড শাইন।
সানবিট প্রতিনিয়ত নতুন উদ্ভাবনে বিশ্বাসী। স্মার্ট স্পার্কলিং টেকনোলজির মাধ্যমে লিকুইড ডিশওয়াশিং-এ যুক্ত হয়েছে এক ভিন্ন মাত্রা, যা বর্তমানে বাংলাদেশে একমাত্র সানবিটের হাতেই হয়েছে। আধুনিক পরিবারের প্রয়োজন, সময়ের মূল্য আর কার্যকারিতাকে একসূত্রে বেঁধে সানবিট লিকুইড ডিশওয়াশ আজ হয়ে উঠছে স্মার্ট ঘরের নির্ভরযোগ্য ও সময়-সাশ্রয়ী সঙ্গী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

