আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুপ্রিম কোর্টের আইনজীবীর আবেদনে চরফ্যাশনে পল্টুন স্থাপন

স্টাফ রিপোর্টার
সুপ্রিম কোর্টের আইনজীবীর আবেদনে চরফ্যাশনে পল্টুন স্থাপন

নৌযাত্রীদের সুবিধার্থে ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদের গাছিরখাল লঞ্চঘাটে নতুন পল্টুন স্থাপিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়ার আবেদনের প্রেক্ষিতে এই পল্টুন পাঠিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

অবহেলিত এই লঞ্চঘাটে একটি পল্টুন স্থাপনের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। বিষয়টি জানার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া গত ১৪ আগস্ট বিআইডব্লিউটিএ-র সঙ্গে যোগাযোগ করে আবেদনপত্র জমা দেন। তার আবেদনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাছিরখাল ঘাটে পল্টুনটি পাঠায় বিআইডব্লিউটিএ।

বিজ্ঞাপন

আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, একজন আইনজীবি হিসেবে মানবতার দিক থেকে বিআইডব্লিউটিএ-এর কাছে আমি এই আবেদন করেছিলাম। পল্টুনটি স্থাপনে হলে যাতে গ্রামের লোকজন খুব সহজে নৌপথে চলাচল করতে পারবে এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে। চরফ্যাশন ও মনপুরাবাসীদের উন্নয়নে আগামীতেও পাশে থাকব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন