আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঋণ জালিয়াতি

এনামুল হক শামীমসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
এনামুল হক শামীমসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বেসরকারি ন্যাশনাল ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীমসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্য আসামিরা হলেন, রন হক শিকদার, রিক হক শিকদার, হরিদাস বর্মন, মনোয়ারা সিকদার, আলম আহমেদ, আরিফ মুহাম্মদ শহীদুল হক, এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মোস্তাক আহমেদ, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, জাকারিয়া তাহের, মাবরুল হোসেন, নাহিদ সারওয়ার, মোস্তফা মঈন সারওয়ার, রুমি ইমরোজ রশিদ, সৈয়দ শাহ আব্দুল বারি ও নাইমুজ্জামান ভূইয়া।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন দুদকের পক্ষে পৃথক দু'টি আবেদন করেন কমিশনের সহকারী পরিচালক আশিকুর রহমান। একটি আবেদনে এনামুল হক শামীমসহ ১৩ জন এবং অপরটিতে ৬ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। শুনানি শেষে আদালত আবেদন দুটি মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, আসামিরা ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের নামে ঋণ জালিয়াতি করে সুদসহ ৫৮৩ কোটি ১৩ লাখ ৩ হাজার ৮ শ ৪৮ টাকা আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে মামলা আছে। আসামিদের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন