যৌতুকের মামলা ২৫ লাখে আপস করলেন খুলনা টাইগার্সের ইকবাল

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১২: ৩১

বিপিএলের দল খুলনা টাইগার্সের মালিক ইকবাল আল মাহমুদসহ চারজনের বিরুদ্ধে করা ভ্রুণ হত্যা ও যৌতুকের জন্য নির্যাতনের মামলা ২৫ লাখ টাকায় আপস করা হয়েছে। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্যাহর আদালতে আপসনামা দাখিল করলে আদালত তাতে সম্মতি দেন।

বাদীপক্ষের আইনজীবী মহিমা বাঁধন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আপসনামায় বলা হয়, বাদীর সঙ্গে আসামি ইকবালের প্রেম ও বিয়ের পর সম্পর্কের টানাপড়েন ও শারীরিক নির্যাতনের কারণে বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এখন উভয় পক্ষের আইনজীবী এবং আত্মীয়-স্বজনের উপস্থিতিতে শর্ত সাপেক্ষে এই আপসনামা দাখিল করা হয়েছে।

আপসনামায় উল্লেখ করা হয়, আসামি ইকবাল আল মাহমুদ বাদীকে ২৫ লাখ টাকা ঢাকা ব্যাংকের চেকের মাধ্যমে দেবেন–এই শর্তে মামলা প্রত্যাহারের আপস হয়। সেই সমঝোতা অনুযায়ী বাদী ৩ জুন চেকের মাধ্যমে টাকা পেয়েছেন। এছাড়া বিগত দিনের ঘটনাবলী নিয়ে ভবিষ্যতে কোনো পক্ষ কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা করবে না বলে আপসনামায় অঙ্গীকার করা হয়েছে।

গত ১ জুন বিকেলে খুলনা টাইগার্সের মালিক ইকবাল আল মাহমুদ এবং তার প্রথম স্ত্রী ফিরোজা বেগমকে এ মামলায় গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। পরদিন তাদের আদালতে হাজির করা হলে দুইপক্ষ আপস করবেন বলে জানান।

বিষয়:

মামলাআপস
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত