আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪ কারণে খালাস পেলেন জামায়াত নেতা আজহার

স্টাফ রিপোর্টার
৪ কারণে খালাস পেলেন জামায়াত নেতা আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ এটিএম আজহারকে চার কারণে খালাস দিয়েছেন —

প্রথমত—অতীতের রায়ে বাংলাদেশসহ এই ভারতীয় সাব কন্টিনেন্টে ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল।

দ্বিতীয়ত—আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ এসেসমেন্ট করা ছাড়াই এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি রায় দেয়া হয়েছিল।

তৃতীয়ত—পৃথিবীর ইতিহাসে এটি একটি travesty of truth অর্থাৎ বিচারের নামে অবিচার।

সর্বশেষ আদালত মনে করেছে—সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে।

চার পর্যবেক্ষণ ছাড়াও আদালত বলেছে, এটিএম আজহারের রায় ছিল পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন