
প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে আবারও উত্তাপ ছড়িয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ–প্রত্যঅভিযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম অভিযোগ করেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) প্রার্থিতা থেকে সরে এসে আরেক প্রার্থীকে সমর্থন দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে।
শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের কাছে হামিম বলেন, যাহা জাতীয় নাগরিক পার্টি, তাহাই বাগছাস। নাগরিক পার্টির ফেসবুক পেজ দেখলেই প্রমাণ পাবেন। অথচ তারা দাবি করে, তাদের কোনো মাদার অর্গানাইজেশন নেই। শিক্ষার্থীরা এই প্রতারণার জবাব ব্যালটে দেবে বলে আমার বিশ্বাস।
তিনি আরো বলেন, বাগছাস বারবার নিজেদের অলেজুড় সংগঠন হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়াতলে পরিচালিত হচ্ছে। এনসিপির পেজে গেলে শুধু বাগছাসের প্রচারণাই দেখা যায়। যেন যাহাই বাগছাস, তাহাই এনসিপি।
শিক্ষার্থীরা ভোটের মাধ্যমেই এর জবাব দেবে,” বলেন হামিম।
হামিম আরো অভিযোগ করেন, নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করলেও প্রকৃত প্রতারণা করছে তারাই, যারা শিক্ষার্থীদের আস্থার সঙ্গে খেলছে। ৯ সেপ্টেম্বর শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে এবং প্রতারণার জবাব দেবে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাগছাস সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর জিএস প্রার্থী আবু বাকেরের একটি পুরোনো ছবি। ২০২২ সালের সেপ্টেম্বরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজিত ‘বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালা’র একটি বুথে তাকে উপস্থিত থাকতে দেখা যায়।
ছবিটি ঘিরে নতুন বিতর্ক তৈরি হলেও আবু বাকের ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন এবং বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই সংগঠন মনোনীত প্যানেল থেকে এবার ডাকসুর জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।একই প্যানেল থেকে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল কাদের।
অন্যদিকে, এনসিপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মাহিন সরকার শুক্রবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে আবু বাকেরকে সমর্থন ঘোষণা করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে আবারও উত্তাপ ছড়িয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ–প্রত্যঅভিযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম অভিযোগ করেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) প্রার্থিতা থেকে সরে এসে আরেক প্রার্থীকে সমর্থন দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে।
শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের কাছে হামিম বলেন, যাহা জাতীয় নাগরিক পার্টি, তাহাই বাগছাস। নাগরিক পার্টির ফেসবুক পেজ দেখলেই প্রমাণ পাবেন। অথচ তারা দাবি করে, তাদের কোনো মাদার অর্গানাইজেশন নেই। শিক্ষার্থীরা এই প্রতারণার জবাব ব্যালটে দেবে বলে আমার বিশ্বাস।
তিনি আরো বলেন, বাগছাস বারবার নিজেদের অলেজুড় সংগঠন হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়াতলে পরিচালিত হচ্ছে। এনসিপির পেজে গেলে শুধু বাগছাসের প্রচারণাই দেখা যায়। যেন যাহাই বাগছাস, তাহাই এনসিপি।
শিক্ষার্থীরা ভোটের মাধ্যমেই এর জবাব দেবে,” বলেন হামিম।
হামিম আরো অভিযোগ করেন, নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করলেও প্রকৃত প্রতারণা করছে তারাই, যারা শিক্ষার্থীদের আস্থার সঙ্গে খেলছে। ৯ সেপ্টেম্বর শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে এবং প্রতারণার জবাব দেবে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাগছাস সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর জিএস প্রার্থী আবু বাকেরের একটি পুরোনো ছবি। ২০২২ সালের সেপ্টেম্বরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজিত ‘বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালা’র একটি বুথে তাকে উপস্থিত থাকতে দেখা যায়।
ছবিটি ঘিরে নতুন বিতর্ক তৈরি হলেও আবু বাকের ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন এবং বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই সংগঠন মনোনীত প্যানেল থেকে এবার ডাকসুর জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।একই প্যানেল থেকে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল কাদের।
অন্যদিকে, এনসিপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মাহিন সরকার শুক্রবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে আবু বাকেরকে সমর্থন ঘোষণা করেছেন।

খুনি হাসিনার দোসরদের যেখানেই পাওয়া যাবে ধরে থানায় দিতে হবে ও বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে ১৬ নভেম্বর থেকে শুরু হবে আবেদন, যা চলবে তিন সপ্তাহ। এরপর পরীক্ষা নেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের মাদ্রাসাগুলোর তিন বছর মেয়াদী ফাজিল স্নাতক (পাস) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ-২০২৪ সালের পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৩৩০টি কেন্দ্রে প্রায় এক লাখ ১৭ হাজার ৬২৮ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নৈতিক দিক অনুপস্থিত থাকায় আমাদের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত হয় না। আমাদের মাঝে নৈতিকতা নেই বলেই ২৪’র গণঅভ্যুত্থানে অনেক অফিসার যারা সমাজে মেধাবী বলে স্বীকৃত কিন্তু শিক্ষার্থীদের বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করেনি।
৯ ঘণ্টা আগে