বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের কাছে শিক্ষার্থীদের ৮২ দাবি

প্রতিনিধি, ববি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৭: ৩৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের কাছে ৮২ দাবি পেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার শিক্ষার্থীদের প্রতিনিধি দল এসব দাবি পেশ করা হয়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, উপাচার্য ইতোমধ্যে কিছু দাবি মেনে নিয়েছেন ও কার্যক্রম ও শুরু করেছেন। তারা আশা করছেন বাকি দাবিগুলোও দ্রুত মেনে ক্যাম্পাসের সুষ্ঠু, সুন্দর উন্নয়ন নিশ্চিত করে নির্বিঘ্ন শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন।

দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসাবে পরিচিত বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন সময়কালে বিশ্ববিদ্যালটি ক্রমান্বয়ে অস্থিতিশীল হয়ে উঠেছিল। তখন প্রশাসনিক কার্যালয়ে তালাসহ অ্যাকাডেমিক শাটডাউনের মতো কর্মসূচি পালন করেছি শিক্ষার্থীরা। সর্বশেষ কঠোর কর্মসূচি হিসেবে শিক্ষার্থীরা অমরণ অনশনসহ দক্ষিণবঙ্গ (ঢাকা-কুয়াকাটা মহাসড়ক) অচল করে দেন। এক পর্যায় মঙ্গলবার (১৩মে) শিক্ষা মন্ত্রণালয় সাবেক এই উপাচার্য অপসারণ করেন।

বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ উপাচার্য হিসেবে (১৩মে) নিয়োগ প্রাপ্ত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম। বর্তমানে তার শিক্ষার্থী বান্ধব আচরণের জন্য শিক্ষার্থীরা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই প্রশংসায় ভাসাচ্ছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত