রাবিতে শাটডাউন স্থগিত করে সাতদিনের আল্টিমেটাম

প্রতিনিধি, রাবি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় চলা শাটডাউন স্থগিত করেছে অফিসার সমিতি। বুধবার বেলা ১টায় অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা স্বাক্ষরিত যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০০টায় অফিসার সমিতির কার্যালয়ে কর্মকর্তা, সহায়ক, সাধারণ ও পরিবহন সমিতির প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত নিম্নরূপ, গত ২৩/০৯/২০২৫ বেলা ১২:০০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে অফিসার সমিতির দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে অদ্য ২৪/০৯/২০২৫ বেলা ১:০০টা থেকে চলমান শাটডাউন কর্মসচি স্থগিত ঘোষণা করা হলো। আগামী ০৭ কর্মদিবসের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত