আমার দেশ অনলাইন
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফ ও তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের ‘মব সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) প্রতিরোধ পর্ষদ থেকে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি।
তার এ কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আরেক ভিপি প্রার্থী ও সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। যদিও সমালোচনার মুখে দাবি প্রত্যাহার করেন ইমি।
শনিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আব্দুল কাদের।
পোস্টে আব্দুল কাদের লেখেন —ডাকসুতে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি আজকে ‘মব সন্ত্রাস’ এর সাথে জড়িতদের ক্রস ফায়ারে দেওয়ার কথা বলেছেন। ক্রস ফায়ারে মানুষ খুন তথা বিচার বহির্ভূত হত্যা খুনি হাসিনার রেখে যাওয়া ফ্যাসিবাদী সংস্কৃতি এবং চরমতম মানবাধিকার লঙ্ঘন। প্রায় ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত প্রায় ২৭০০ নাগরিককে খুনি হাসিনা ক্রস ফায়ারে খুন করিয়েছে। একজন নাগরিক যতো বড় অপরাধই করুক না কেন; তাকে ক্রস ফায়ারের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার করার কিংবা সেই লক্ষ্যে বয়ান উৎপাদন করার কোনো অধিকার নাই।
তিনি লেখেন—আজকে রাজবাড়ীতে মাজার থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় আমি নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই। কিন্তু এর জন্য যারা ক্রস ফায়ারের দাবি করছে বা ক্রস ফায়ারের পক্ষে সম্মতি উৎপাদন করছে, তারা এরচেয়ে বেশি ঘৃণ্য কাজ করছে। তারা নতুন করে নাগরিকদের অধিকার হরণের রাজনীতি শুরু করেছে।
নিজের অবস্থান জানিয়ে কাদের লেখেন—তাসনিম আফরোজ ইমির এই গণবিরোধী অবস্থানের বিরুদ্ধে আমার সরব অবস্থান জানিয়ে রাখলাম। উনাকে এবং উনার প্যানেলকে এই ব্যাপার শীঘ্রই নিজেদের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট পরিষ্কার করতে হবে।
এর আগে শেখ তাসনিম আফরোজ ইমি তার ফেসবুকে লেখেন —বন্যেরা বনে সুন্দর, মব সন্ত্রাসেরা ক্রস ফায়ারে (ওপেন এন্ড শাট কেইস হইলে)। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া, পোড়া হাড়গোড় চেয়ার দিয়ে পেটানোর মতো বিকৃত ‘প্রেশার গ্রুপ’ এরপর আপনার, আমার-যে কারোর সাথেই এরকম করতে পারে। করবেও দেইখেন। অথচ এইসব ডিজার্ভ করে ইউনূস, জাহাঙ্গীর কিংবা সংস্কারমারানি গং!
এরপর তিনি সেই স্ট্যাটাসটি সমালোচনার মুখে এডিট করে লেখেন— বন্যেরা বনে সুন্দর, মব সন্ত্রাসেরা থানার ভেতর (ক্রসফায়ার লিখছিলাম, এডিট করসি যৌক্তিক বিরোধিতায়)। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া, পোড়া হাড়গোড় চেয়ার দিয়ে পেটানোর মতো বিকৃত ‘প্রেশার গ্রুপ’ এরপর আপনার, আমার-যে কারোর সাথেই এরকম করতে পারে। করবেও দেইখেন। অথচ এইসব ডিজার্ভ করে ইউনুস, জাহাঙ্গীর কিংবা সংস্কারমারানি গং!
প্রসঙ্গত, শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দেয় দিয়েছে তৌহিদি জনতা। এর আগে তারা সেখানকার দরবার শরিফ ও বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে দরবারের ভক্তসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফ ও তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের ‘মব সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) প্রতিরোধ পর্ষদ থেকে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি।
তার এ কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আরেক ভিপি প্রার্থী ও সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। যদিও সমালোচনার মুখে দাবি প্রত্যাহার করেন ইমি।
শনিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আব্দুল কাদের।
পোস্টে আব্দুল কাদের লেখেন —ডাকসুতে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি আজকে ‘মব সন্ত্রাস’ এর সাথে জড়িতদের ক্রস ফায়ারে দেওয়ার কথা বলেছেন। ক্রস ফায়ারে মানুষ খুন তথা বিচার বহির্ভূত হত্যা খুনি হাসিনার রেখে যাওয়া ফ্যাসিবাদী সংস্কৃতি এবং চরমতম মানবাধিকার লঙ্ঘন। প্রায় ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত প্রায় ২৭০০ নাগরিককে খুনি হাসিনা ক্রস ফায়ারে খুন করিয়েছে। একজন নাগরিক যতো বড় অপরাধই করুক না কেন; তাকে ক্রস ফায়ারের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার করার কিংবা সেই লক্ষ্যে বয়ান উৎপাদন করার কোনো অধিকার নাই।
তিনি লেখেন—আজকে রাজবাড়ীতে মাজার থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় আমি নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই। কিন্তু এর জন্য যারা ক্রস ফায়ারের দাবি করছে বা ক্রস ফায়ারের পক্ষে সম্মতি উৎপাদন করছে, তারা এরচেয়ে বেশি ঘৃণ্য কাজ করছে। তারা নতুন করে নাগরিকদের অধিকার হরণের রাজনীতি শুরু করেছে।
নিজের অবস্থান জানিয়ে কাদের লেখেন—তাসনিম আফরোজ ইমির এই গণবিরোধী অবস্থানের বিরুদ্ধে আমার সরব অবস্থান জানিয়ে রাখলাম। উনাকে এবং উনার প্যানেলকে এই ব্যাপার শীঘ্রই নিজেদের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট পরিষ্কার করতে হবে।
এর আগে শেখ তাসনিম আফরোজ ইমি তার ফেসবুকে লেখেন —বন্যেরা বনে সুন্দর, মব সন্ত্রাসেরা ক্রস ফায়ারে (ওপেন এন্ড শাট কেইস হইলে)। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া, পোড়া হাড়গোড় চেয়ার দিয়ে পেটানোর মতো বিকৃত ‘প্রেশার গ্রুপ’ এরপর আপনার, আমার-যে কারোর সাথেই এরকম করতে পারে। করবেও দেইখেন। অথচ এইসব ডিজার্ভ করে ইউনূস, জাহাঙ্গীর কিংবা সংস্কারমারানি গং!
এরপর তিনি সেই স্ট্যাটাসটি সমালোচনার মুখে এডিট করে লেখেন— বন্যেরা বনে সুন্দর, মব সন্ত্রাসেরা থানার ভেতর (ক্রসফায়ার লিখছিলাম, এডিট করসি যৌক্তিক বিরোধিতায়)। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া, পোড়া হাড়গোড় চেয়ার দিয়ে পেটানোর মতো বিকৃত ‘প্রেশার গ্রুপ’ এরপর আপনার, আমার-যে কারোর সাথেই এরকম করতে পারে। করবেও দেইখেন। অথচ এইসব ডিজার্ভ করে ইউনুস, জাহাঙ্গীর কিংবা সংস্কারমারানি গং!
প্রসঙ্গত, শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দেয় দিয়েছে তৌহিদি জনতা। এর আগে তারা সেখানকার দরবার শরিফ ও বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে দরবারের ভক্তসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন।
আগামী বার্ষিক পরীক্ষার আগেই (৩০ নভেম্বরের মধ্যেই) ছুটির দিনে দেশের সব বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন দেয়ার জোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
৫ ঘণ্টা আগেরাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর ফলাফল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।
৭ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
৯ ঘণ্টা আগেধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
১৬ ঘণ্টা আগে