ডাকসু ভিপি প্রার্থী ইমির মন্তব্যের কড়া জবাব দিলেন কাদের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১: ১৪
শেখ তাসনিম আফরোজ ইমি ও আব্দুল কাদের

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফ ও তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের ‘মব সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) প্রতিরোধ পর্ষদ থেকে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি।

তার এ কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আরেক ভিপি প্রার্থী ও সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। যদিও সমালোচনার মুখে দাবি প্রত্যাহার করেন ইমি।

বিজ্ঞাপন

শনিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আব্দুল কাদের।

পোস্টে আব্দুল কাদের লেখেন —ডাকসুতে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি আজকে ‘মব সন্ত্রাস’ এর সাথে জড়িতদের ক্রস ফায়ারে দেওয়ার কথা বলেছেন। ক্রস ফায়ারে মানুষ খুন তথা বিচার বহির্ভূত হত্যা খুনি হাসিনার রেখে যাওয়া ফ্যাসিবাদী সংস্কৃতি এবং চরমতম মানবাধিকার লঙ্ঘন। প্রায় ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত প্রায় ২৭০০ নাগরিককে খুনি হাসিনা ক্রস ফায়ারে খুন করিয়েছে। একজন নাগরিক যতো বড় অপরাধই করুক না কেন; তাকে ক্রস ফায়ারের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার করার কিংবা সেই লক্ষ্যে বয়ান উৎপাদন করার কোনো অধিকার নাই।

তিনি লেখেন—আজকে রাজবাড়ীতে মাজার থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় আমি নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই। কিন্তু এর জন্য যারা ক্রস ফায়ারের দাবি করছে বা ক্রস ফায়ারের পক্ষে সম্মতি উৎপাদন করছে, তারা এরচেয়ে বেশি ঘৃণ্য কাজ করছে। তারা নতুন করে নাগরিকদের অধিকার হরণের রাজনীতি শুরু করেছে।

নিজের অবস্থান জানিয়ে কাদের লেখেন—তাসনিম আফরোজ ইমির এই গণবিরোধী অবস্থানের বিরুদ্ধে আমার সরব অবস্থান জানিয়ে রাখলাম। উনাকে এবং উনার প্যানেলকে এই ব্যাপার শীঘ্রই নিজেদের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট পরিষ্কার করতে হবে।

এর আগে শেখ তাসনিম আফরোজ ইমি তার ফেসবুকে লেখেন —বন্যেরা বনে সুন্দর, মব সন্ত্রাসেরা ক্রস ফায়ারে (ওপেন এন্ড শাট কেইস হইলে)। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া, পোড়া হাড়গোড় চেয়ার দিয়ে পেটানোর মতো বিকৃত ‘প্রেশার গ্রুপ’ এরপর আপনার, আমার-যে কারোর সাথেই এরকম করতে পারে। করবেও দেইখেন। অথচ এইসব ডিজার্ভ করে ইউনূস, জাহাঙ্গীর কিংবা সংস্কারমারানি গং!

এরপর তিনি সেই স্ট্যাটাসটি সমালোচনার মুখে এডিট করে লেখেন— বন্যেরা বনে সুন্দর, মব সন্ত্রাসেরা থানার ভেতর (ক্রসফায়ার লিখছিলাম, এডিট করসি যৌক্তিক বিরোধিতায়)। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া, পোড়া হাড়গোড় চেয়ার দিয়ে পেটানোর মতো বিকৃত ‘প্রেশার গ্রুপ’ এরপর আপনার, আমার-যে কারোর সাথেই এরকম করতে পারে। করবেও দেইখেন। অথচ এইসব ডিজার্ভ করে ইউনুস, জাহাঙ্গীর কিংবা সংস্কারমারানি গং!

প্রসঙ্গত, শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দেয় দিয়েছে তৌহিদি জনতা। এর আগে তারা সেখানকার দরবার শরিফ ও বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে দরবারের ভক্তসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত