বিনোদন রিপোর্টার
প্রচার-প্রচারণা ছাড়া বলা যায় নীরবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল দুই সিনেমা। এর মধ্যে সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’ দেখা যাচ্ছে ছয়টি হলে এবং নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলছে ১১টি প্রেক্ষাগৃহে।
সুজন বড়ুয়ার পরিচালনায় ‘বান্ধব’ ছবিটি মুক্তি পেয়েছে ঢাকার লায়ন সিনেমাস ও উত্তরা ম্যাজিক মুভি থিয়েটারে। ঢাকার বাইরে আরো চারটি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া জন্ম-পরিচয়হীন এক শিশুকে আশ্রয় দেয় একটি পরিবার। নাম রাখা হয় পরী। তার বেড়ে ওঠা, প্রেম, সংসার, সংগ্রাম আর জীবনের নানা বাঁক ঘিরেই এগিয়েছে ছবির কাহিনি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। আরো রয়েছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খানসহ অনেকে।
পরিচালক সুজন বড়ুয়া বলেন, ‘আমরা কোনো প্রতিযোগিতা চাই না, দর্শকদের শুধু একটি জীবনবোধের গল্প দিতে চাই।’
অন্যদিকে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ মুক্তি পেয়েছে ঢাকাসহ দেশের ১১টি প্রেক্ষাগৃহে। এর মধ্যে রয়েছে পাঁচটি মাল্টিপ্লেক্স-ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, স্বপ্নিল সিনেপ্লেক্স ও আনন্দ সিনেপ্লেক্স। ট্রাভেল-রোমান্স ও কমেডি ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন আবদুন নূর সজল, শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, পরিচালক নিজে নাসিম সাহনিকসহ অনেকে। কুয়াকাটার সমুদ্রপাড়ে বেড়াতে যাওয়া কয়েকজন ব্যাচেলরের ছুটির কাহিনি দিয়ে শুরু হয় ছবির গল্প। সেখানে বন্ধুত্ব, প্রেম আর রোমাঞ্চের পাশাপাশি আসে রহস্য ও বিপদের ছায়া। সন্ত্রাসীদের আক্রমণ আর বেঁচে থাকার সংগ্রাম ছবিকে নিয়ে যায় নতুন মোড়ে।
পরিচালক নাসিম সাহনিক বলেন, ‘আমরা চেয়েছি দর্শকদের বিনোদনের পাশাপাশি ভ্রমণের আনন্দও দেখাতে। সমুদ্র, পাহাড় আর ব্যাচেলরদের বন্ধুত্বের গল্পে দর্শক ভিন্ন স্বাদ পাবেন।’
প্রচার-প্রচারণা ছাড়া বলা যায় নীরবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল দুই সিনেমা। এর মধ্যে সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’ দেখা যাচ্ছে ছয়টি হলে এবং নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলছে ১১টি প্রেক্ষাগৃহে।
সুজন বড়ুয়ার পরিচালনায় ‘বান্ধব’ ছবিটি মুক্তি পেয়েছে ঢাকার লায়ন সিনেমাস ও উত্তরা ম্যাজিক মুভি থিয়েটারে। ঢাকার বাইরে আরো চারটি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া জন্ম-পরিচয়হীন এক শিশুকে আশ্রয় দেয় একটি পরিবার। নাম রাখা হয় পরী। তার বেড়ে ওঠা, প্রেম, সংসার, সংগ্রাম আর জীবনের নানা বাঁক ঘিরেই এগিয়েছে ছবির কাহিনি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। আরো রয়েছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খানসহ অনেকে।
পরিচালক সুজন বড়ুয়া বলেন, ‘আমরা কোনো প্রতিযোগিতা চাই না, দর্শকদের শুধু একটি জীবনবোধের গল্প দিতে চাই।’
অন্যদিকে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ মুক্তি পেয়েছে ঢাকাসহ দেশের ১১টি প্রেক্ষাগৃহে। এর মধ্যে রয়েছে পাঁচটি মাল্টিপ্লেক্স-ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, স্বপ্নিল সিনেপ্লেক্স ও আনন্দ সিনেপ্লেক্স। ট্রাভেল-রোমান্স ও কমেডি ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন আবদুন নূর সজল, শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, পরিচালক নিজে নাসিম সাহনিকসহ অনেকে। কুয়াকাটার সমুদ্রপাড়ে বেড়াতে যাওয়া কয়েকজন ব্যাচেলরের ছুটির কাহিনি দিয়ে শুরু হয় ছবির গল্প। সেখানে বন্ধুত্ব, প্রেম আর রোমাঞ্চের পাশাপাশি আসে রহস্য ও বিপদের ছায়া। সন্ত্রাসীদের আক্রমণ আর বেঁচে থাকার সংগ্রাম ছবিকে নিয়ে যায় নতুন মোড়ে।
পরিচালক নাসিম সাহনিক বলেন, ‘আমরা চেয়েছি দর্শকদের বিনোদনের পাশাপাশি ভ্রমণের আনন্দও দেখাতে। সমুদ্র, পাহাড় আর ব্যাচেলরদের বন্ধুত্বের গল্পে দর্শক ভিন্ন স্বাদ পাবেন।’
দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২০ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগেআদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।
১ দিন আগে