ব্যতিক্রমী গল্পের ছবি ‘ঋতুকামিনী’। নির্মাণ করেছেন ‘মাতৃত্ব’খ্যাত পরিচালক জাহিদ হোসেন। গত বছর এর নির্মাণকাজ শেষ হয়েছে। এতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন অধরা। অধরার বিপরীতে আছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সজল।
সজলের সঙ্গে এটাই অধরার প্রথম কাজ। এর আগে অধরা বেশ কয়েকজন নায়কের বিপরীতে অভিনয় করেছেন। তার মধ্যে আছেন সাইমন সাদিক ও বাপ্পী চৌধুরী। আগের সিনেমাগুলোয় অধরার অভিনয় দর্শকের মন জয় করেছে। ঋতুকামিনী নিয়েও তার প্রত্যাশার ধারাবাহিকতা এমনই।
অধরা বলেন, ‘ঋতুকামিনীর গল্পটা এক কথায় অন্য রকম। এ ধরনের গল্প নিয়ে এর আগে আমাদের দেশে সিনেমা নির্মাণ হয়নি। জাহিদ ভাই অত্যন্ত গুণী পরিচালক। তার মাতৃত্ব সিনেমাটি সম্পর্কে জানি। এমন একজন গুণী পরিচালকের সিনেমায় অভিনয় করে ভালো লেগেছে। অনেক কিছুই শিখেছি। প্রত্যেক শিল্পীই চমৎকার অভিনয় করেছেন। সব মিলিয়ে ঋতুকামিনী একটি পরিপূর্ণ সিনেমা, যা হলে গিয়ে দেখার জন্য আমি নিজেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে।’
এ সিনেমায় অধরা একজন গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। বিভিন্ন চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রীনা খানসহ অন্যরা। অধরা খান অভিনীত সিনেমাগুলো হচ্ছে ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’। সিনেমাগুলোয় অধরার অভিনয় দর্শকের কাছে প্রশংসিত হয়েছে।

