বিনোদন রিপোর্টার
গত বছর যে সিনেমাগুলো দর্শকদের ভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে গেছে, ‘দেয়ালের দেশ’ সিনেমাটি সেগুলোর মধ্যে অন্যতম। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্র শবনম বুবলী এবং শরিফুল রাজের অভিনয়ের তুমুল প্রশংসা করেন দর্শকরা। সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি। প্রথম সিনেমাতেই নিজের মুনশিয়ানায় দর্শকদের কাছে তিনি করে নিয়েছেন আলাদা অবস্থান।
প্রশংসিত সিনেমাটি মুক্তি পেয়েছে চরকিতে। এতে করে দেশ-বিদেশের সিনেমাপ্রেমীরা খুব সহজেই দেখে নিতে পারছেন ‘দেয়ালের দেশ’। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে নিশ্চিত করা হয়েছে মুক্তির তথ্যটি। যার ক্যাপশনে লেখা, ‘জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল।’
মিষ্টি আর রোমান্স ঘরানার সিনেমা ‘দেয়ালের দেশ’ সিনেমায় নহর চরিত্রে বুবলী এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তাদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এই প্রেম সত্যি অন্যরকম, সিনেমায় যার শুরু হাসপাতালের মর্গ থেকে। সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, এ কে আজাদ সেতু ও দীপক সুমন।
ওটিটিতে ‘দেয়ালের দেশ’ মুক্তি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিশুক মনি বলেন, “আমার মনে হয়েছে ‘দেয়ালের দেশ’ সিনেমাটির দর্শক আর চরকির দর্শকের মিল রয়েছে। সিনেমা রিলিজের পর থেকেই রোজদিন বিভিন্ন মাধ্যমে বহু মানুষ ‘দেয়ালের দেশ’ দেখার আগ্রহ জানিয়েছে। খানিকটা দেরিতে ওটিটিতে মুক্তি পাচ্ছে, তবু এটা ভেবে ভালো লাগছে যে, আরো বড় পরিসরে সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশ-বিদেশের দর্শকরা এখন সজেই সিনেমাটি দেখতে পারবে।”
সিনেমার গল্প, গান ও চিত্রগ্রহণের পাশাপাশি রাজ-বুবলীর অভিনয় প্রশংসা করার মতো। রাজ-বুবলীর এমন অভিনয় এর আগে দেখেনি দর্শক। ‘তোমার সাথে আর হলো না দেখা’ শিরোনামের গানটি ইতোমধ্যেই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ শিরোনামের গানটিও দর্শক পছন্দ করেছে।
২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেয়ালের দেশ’। সে সময় সিনেমাটির গল্প, অভিনয়, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেন দর্শক-সমালোচকরা। সিনেমাটির সংবাদ সম্মেলনে বুবলী জানিয়েছিলেন, গল্প পড়েই তার ভীষণ ভালো লাগে। অভিনয়শিল্পীরা প্রায়ই তাদের কাজকে ভিন্ন বলেন, কিন্তু ‘দেয়ালের দেশ’ আসলেই ভিন্ন আঙ্গিকের বলে জানিয়েছিলেন বুবলী। নহর চরিত্রটির মতো কাজ আগে করেননি বলেও নিশ্চিত করেছিলেন অভিনেত্রী।
বুবলী বলেছিলেন, ‘আমার জন্য এ ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ তখনো আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে।’ ২০২১ সালে সিনেমাটি পায় সরকারি অনুদান। ‘দেয়ালের দেশ’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি।
গত বছর যে সিনেমাগুলো দর্শকদের ভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে গেছে, ‘দেয়ালের দেশ’ সিনেমাটি সেগুলোর মধ্যে অন্যতম। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্র শবনম বুবলী এবং শরিফুল রাজের অভিনয়ের তুমুল প্রশংসা করেন দর্শকরা। সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি। প্রথম সিনেমাতেই নিজের মুনশিয়ানায় দর্শকদের কাছে তিনি করে নিয়েছেন আলাদা অবস্থান।
প্রশংসিত সিনেমাটি মুক্তি পেয়েছে চরকিতে। এতে করে দেশ-বিদেশের সিনেমাপ্রেমীরা খুব সহজেই দেখে নিতে পারছেন ‘দেয়ালের দেশ’। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে নিশ্চিত করা হয়েছে মুক্তির তথ্যটি। যার ক্যাপশনে লেখা, ‘জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল।’
মিষ্টি আর রোমান্স ঘরানার সিনেমা ‘দেয়ালের দেশ’ সিনেমায় নহর চরিত্রে বুবলী এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তাদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এই প্রেম সত্যি অন্যরকম, সিনেমায় যার শুরু হাসপাতালের মর্গ থেকে। সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, এ কে আজাদ সেতু ও দীপক সুমন।
ওটিটিতে ‘দেয়ালের দেশ’ মুক্তি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিশুক মনি বলেন, “আমার মনে হয়েছে ‘দেয়ালের দেশ’ সিনেমাটির দর্শক আর চরকির দর্শকের মিল রয়েছে। সিনেমা রিলিজের পর থেকেই রোজদিন বিভিন্ন মাধ্যমে বহু মানুষ ‘দেয়ালের দেশ’ দেখার আগ্রহ জানিয়েছে। খানিকটা দেরিতে ওটিটিতে মুক্তি পাচ্ছে, তবু এটা ভেবে ভালো লাগছে যে, আরো বড় পরিসরে সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশ-বিদেশের দর্শকরা এখন সজেই সিনেমাটি দেখতে পারবে।”
সিনেমার গল্প, গান ও চিত্রগ্রহণের পাশাপাশি রাজ-বুবলীর অভিনয় প্রশংসা করার মতো। রাজ-বুবলীর এমন অভিনয় এর আগে দেখেনি দর্শক। ‘তোমার সাথে আর হলো না দেখা’ শিরোনামের গানটি ইতোমধ্যেই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ শিরোনামের গানটিও দর্শক পছন্দ করেছে।
২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেয়ালের দেশ’। সে সময় সিনেমাটির গল্প, অভিনয়, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেন দর্শক-সমালোচকরা। সিনেমাটির সংবাদ সম্মেলনে বুবলী জানিয়েছিলেন, গল্প পড়েই তার ভীষণ ভালো লাগে। অভিনয়শিল্পীরা প্রায়ই তাদের কাজকে ভিন্ন বলেন, কিন্তু ‘দেয়ালের দেশ’ আসলেই ভিন্ন আঙ্গিকের বলে জানিয়েছিলেন বুবলী। নহর চরিত্রটির মতো কাজ আগে করেননি বলেও নিশ্চিত করেছিলেন অভিনেত্রী।
বুবলী বলেছিলেন, ‘আমার জন্য এ ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ তখনো আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে।’ ২০২১ সালে সিনেমাটি পায় সরকারি অনুদান। ‘দেয়ালের দেশ’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৩ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪ ঘণ্টা আগে