বিনোদন রিপোর্টার
বাংলার আধ্যাত্মিকতা আর ফারসি কবিতার মিলনে এমন এক সুর জন্ম নিয়েছে, যেখানে প্রেম হৃদয়কে নাড়া দেয়, আত্মাকে টেনে আনে অদৃশ্য সুতোর মতো। মহাজাদু উদযাপন করছে সেই প্রেমের মায়া, সেই জাদুকরী টান।
বাংলার আধ্যাত্মিকতা আর ফারসি কবিতার মিলনে এমন এক সুর জন্ম নিয়েছে, যেখানে প্রেম হৃদয়কে নাড়া দেয়, আত্মাকে টেনে আনে অদৃশ্য সুতোর মতো। মহাজাদু উদযাপন করছে সেই প্রেমের মায়া, সেই জাদুকরী টান।বাংলার আধ্যাত্মিকতা আর ফারসি কবিতার মিলনে এমন এক সুর জন্ম নিয়েছে, যেখানে প্রেম হৃদয়কে নাড়া দেয়, আত্মাকে টেনে আনে অদৃশ্য সুতোর মতো। মহাজাদু উদযাপন করছে সেই প্রেমের মায়া, সেই জাদুকরী টান।
গানটি কোক স্টুডিও বাংলা সিজন ৩-এর ষষ্ঠ ট্র্যাক হিসেবে প্রকাশিত হলো নতুন গান ‘জাদু’। এটি কোক স্টুডিও বাংলায় হাবিবের প্রথম পরিবেশনা। এই গানের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মতো পেল তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তমকে।
গানের কথা লিখেছিলেন আধ্যাত্মিক কবি খোয়াজ মিয়া, যিনি ছিলেন দুরবীন শাহের শিষ্য। ভক্তি আর আত্মসমর্পণ থেকে জন্ম নেওয়া সেই কবিতা আজ হাবিব ওয়াহিদের সুরে আর তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তমের কণ্ঠে নতুনভাবে ফিরছে। আধুনিক ছন্দ, প্রাণবন্ত সুর আর হৃদয়স্পর্শী কণ্ঠ মিলিয়ে চিরন্তন কবিতাগুলো নতুন রূপ পেয়েছে।
এই সুর সময় আর সংস্কৃতিকে এক সেতুবন্ধনে বাঁধছে। একদিকে আছে আকাঙ্ক্ষা, আত্মসমর্পণ ও ভক্তির কথা; অন্যদিকে আছে সীমান্তের ওপার থেকে আসা এক সুরÑযা বাংলার সঙ্গে মিলেছে ফারসির। ফলে সৃষ্টি হয়েছে এমন এক ভাষা, যা একইসঙ্গে পুরোনো, আবার নতুন—যেখানে রয়েছে আধ্যাত্মিক কবিতার রিয়েল ম্যাজিক আর নতুন প্রজন্মের শ্রোতার কণ্ঠস্বর।
হাবিব তার স্বতন্ত্র ইলেকট্রনিক-ফোক ধারায় বাউল সংগীতের ঐতিহ্যকে সুফি প্রভাবিত ফারসি সুরের সঙ্গে বেঁধেছেন। ‘জাদু’ শব্দের যৌথ ব্যবহার—যা বাংলা ও ফারসি উভয় ভাষায়ই আছে, সেই সুরের প্রতীক হয়ে উঠেছে।
একসময় পারস্য বাংলার কণ্ঠস্বরকে গড়ে তুলেছিল নানা উপায়ে। কখনো রাজভাষা হয়ে, আবার কখনো প্রতিদিনের হাজারো শব্দ ও অনন্ত কাহিনি দিয়ে। সেই প্রভাবের প্রতিধ্বনি এখনো বাংলা ভাষায় শোনা যায়। পাওয়া যায় কবিতা আর সংগীতে। ‘মহা জাদু’তেও সেই প্রতিধ্বনি বেজেছে। হাবিব তার দীর্ঘ যাত্রায় যেভাবে বাউল সুরকে আধুনিক সংগীতের মিশেলে বুনেছেন, তেমনি এই গানেও তিনি ফিরিয়ে এনেছেন ঐতিহ্যের জাদু, এক নতুন রূপে।
বাংলার আধ্যাত্মিকতা আর ফারসি কবিতার মিলনে এমন এক সুর জন্ম নিয়েছে, যেখানে প্রেম হৃদয়কে নাড়া দেয়, আত্মাকে টেনে আনে অদৃশ্য সুতোর মতো। মহাজাদু উদযাপন করছে সেই প্রেমের মায়া, সেই জাদুকরী টান।
বাংলার আধ্যাত্মিকতা আর ফারসি কবিতার মিলনে এমন এক সুর জন্ম নিয়েছে, যেখানে প্রেম হৃদয়কে নাড়া দেয়, আত্মাকে টেনে আনে অদৃশ্য সুতোর মতো। মহাজাদু উদযাপন করছে সেই প্রেমের মায়া, সেই জাদুকরী টান।বাংলার আধ্যাত্মিকতা আর ফারসি কবিতার মিলনে এমন এক সুর জন্ম নিয়েছে, যেখানে প্রেম হৃদয়কে নাড়া দেয়, আত্মাকে টেনে আনে অদৃশ্য সুতোর মতো। মহাজাদু উদযাপন করছে সেই প্রেমের মায়া, সেই জাদুকরী টান।
গানটি কোক স্টুডিও বাংলা সিজন ৩-এর ষষ্ঠ ট্র্যাক হিসেবে প্রকাশিত হলো নতুন গান ‘জাদু’। এটি কোক স্টুডিও বাংলায় হাবিবের প্রথম পরিবেশনা। এই গানের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মতো পেল তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তমকে।
গানের কথা লিখেছিলেন আধ্যাত্মিক কবি খোয়াজ মিয়া, যিনি ছিলেন দুরবীন শাহের শিষ্য। ভক্তি আর আত্মসমর্পণ থেকে জন্ম নেওয়া সেই কবিতা আজ হাবিব ওয়াহিদের সুরে আর তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তমের কণ্ঠে নতুনভাবে ফিরছে। আধুনিক ছন্দ, প্রাণবন্ত সুর আর হৃদয়স্পর্শী কণ্ঠ মিলিয়ে চিরন্তন কবিতাগুলো নতুন রূপ পেয়েছে।
এই সুর সময় আর সংস্কৃতিকে এক সেতুবন্ধনে বাঁধছে। একদিকে আছে আকাঙ্ক্ষা, আত্মসমর্পণ ও ভক্তির কথা; অন্যদিকে আছে সীমান্তের ওপার থেকে আসা এক সুরÑযা বাংলার সঙ্গে মিলেছে ফারসির। ফলে সৃষ্টি হয়েছে এমন এক ভাষা, যা একইসঙ্গে পুরোনো, আবার নতুন—যেখানে রয়েছে আধ্যাত্মিক কবিতার রিয়েল ম্যাজিক আর নতুন প্রজন্মের শ্রোতার কণ্ঠস্বর।
হাবিব তার স্বতন্ত্র ইলেকট্রনিক-ফোক ধারায় বাউল সংগীতের ঐতিহ্যকে সুফি প্রভাবিত ফারসি সুরের সঙ্গে বেঁধেছেন। ‘জাদু’ শব্দের যৌথ ব্যবহার—যা বাংলা ও ফারসি উভয় ভাষায়ই আছে, সেই সুরের প্রতীক হয়ে উঠেছে।
একসময় পারস্য বাংলার কণ্ঠস্বরকে গড়ে তুলেছিল নানা উপায়ে। কখনো রাজভাষা হয়ে, আবার কখনো প্রতিদিনের হাজারো শব্দ ও অনন্ত কাহিনি দিয়ে। সেই প্রভাবের প্রতিধ্বনি এখনো বাংলা ভাষায় শোনা যায়। পাওয়া যায় কবিতা আর সংগীতে। ‘মহা জাদু’তেও সেই প্রতিধ্বনি বেজেছে। হাবিব তার দীর্ঘ যাত্রায় যেভাবে বাউল সুরকে আধুনিক সংগীতের মিশেলে বুনেছেন, তেমনি এই গানেও তিনি ফিরিয়ে এনেছেন ঐতিহ্যের জাদু, এক নতুন রূপে।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
১০ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২৬ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে