স্টাফ রিপোর্টার
বিআইটির (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) আদলে স্বতন্ত্র কমিশন গঠনের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে টানা ২৮ ঘণ্টা ধরে। এখনো তাদের দাবি মেনে নেওয়া হয়নি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কোনো প্রতিনিধি এসে তাদের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা।
গতকাল রোববার দুপুর ১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। তারা অভিযোগ করেন, ১৮ বছর ধরে পেশাগত ও একাডেমিক দুরবস্থার মধ্যে থাকলেও সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। শুধু শিক্ষকের সংকটই নয়, ল্যাব সুবিধা ও একাডেমিক মান নিয়েও রয়েছে নানা সমস্যা।
আমরণ অনশন কর্মসূচীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীর লুৎফর রহমান জানান, অনশনের প্রায় ২৮ ঘন্টা হয়ে যাচ্ছে তবুও উপর থেকে কেউ যোগাযোগ করে নাই। আমাদের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল, ইতিমধ্যে আমাদের একজন হসপিটালে ভর্তি হয়েছে। এছাড়াও কয়েকজন ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছে।
শিক্ষার্থীরা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষা উপদেষ্টা যেন আমাদের যৌক্তিক দাবি বিআইটি আদলে সংস্কার কমিশনের দাবি বাস্তবায়নের জন্য তাৎক্ষণিকভাবে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। সেই কমিটি আগামী ২ মাসের মধ্যে বিআইটি গঠনের জন্য একটি সামগ্রিক রূপ-রেখা দাঁড় করাবে’’।
লুৎফর রহমান বলেন, আমাদের সাথে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন উপস্থিত হয়ে সংহতি জানিয়েছেন এবং আমাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারকে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হুঁশিয়ারি দিয়েছেন।
তার মধ্যে উল্লেখযোগ্য বিএনপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খেলাফতে ছাত্র মজলিস, ছাত্র ফেডারেশন, ইসলামি ছাত্র আন্দোলন ও কয়েকজন সুপ্রিম কোর্টের আইনজীবী।
বিআইটির (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) আদলে স্বতন্ত্র কমিশন গঠনের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে টানা ২৮ ঘণ্টা ধরে। এখনো তাদের দাবি মেনে নেওয়া হয়নি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কোনো প্রতিনিধি এসে তাদের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা।
গতকাল রোববার দুপুর ১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। তারা অভিযোগ করেন, ১৮ বছর ধরে পেশাগত ও একাডেমিক দুরবস্থার মধ্যে থাকলেও সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। শুধু শিক্ষকের সংকটই নয়, ল্যাব সুবিধা ও একাডেমিক মান নিয়েও রয়েছে নানা সমস্যা।
আমরণ অনশন কর্মসূচীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীর লুৎফর রহমান জানান, অনশনের প্রায় ২৮ ঘন্টা হয়ে যাচ্ছে তবুও উপর থেকে কেউ যোগাযোগ করে নাই। আমাদের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল, ইতিমধ্যে আমাদের একজন হসপিটালে ভর্তি হয়েছে। এছাড়াও কয়েকজন ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছে।
শিক্ষার্থীরা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষা উপদেষ্টা যেন আমাদের যৌক্তিক দাবি বিআইটি আদলে সংস্কার কমিশনের দাবি বাস্তবায়নের জন্য তাৎক্ষণিকভাবে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। সেই কমিটি আগামী ২ মাসের মধ্যে বিআইটি গঠনের জন্য একটি সামগ্রিক রূপ-রেখা দাঁড় করাবে’’।
লুৎফর রহমান বলেন, আমাদের সাথে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন উপস্থিত হয়ে সংহতি জানিয়েছেন এবং আমাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারকে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হুঁশিয়ারি দিয়েছেন।
তার মধ্যে উল্লেখযোগ্য বিএনপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খেলাফতে ছাত্র মজলিস, ছাত্র ফেডারেশন, ইসলামি ছাত্র আন্দোলন ও কয়েকজন সুপ্রিম কোর্টের আইনজীবী।
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
৫ ঘণ্টা আগেসংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৫ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৭ ঘণ্টা আগে