আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বতন্ত্র কমিশনের দাবিতে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন

স্টাফ রিপোর্টার
স্বতন্ত্র কমিশনের দাবিতে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন

বিআইটির (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) আদলে স্বতন্ত্র কমিশন গঠনের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে টানা ২৮ ঘণ্টা ধরে। এখনো তাদের দাবি মেনে নেওয়া হয়নি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কোনো প্রতিনিধি এসে তাদের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা।

গতকাল রোববার দুপুর ১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। তারা অভিযোগ করেন, ১৮ বছর ধরে পেশাগত ও একাডেমিক দুরবস্থার মধ্যে থাকলেও সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। শুধু শিক্ষকের সংকটই নয়, ল্যাব সুবিধা ও একাডেমিক মান নিয়েও রয়েছে নানা সমস্যা।

বিজ্ঞাপন

আমরণ অনশন কর্মসূচীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীর লুৎফর রহমান জানান, অনশনের প্রায় ২৮ ঘন্টা হয়ে যাচ্ছে তবুও উপর থেকে কেউ যোগাযোগ করে নাই। আমাদের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল, ইতিমধ্যে আমাদের একজন হসপিটালে ভর্তি হয়েছে। এছাড়াও কয়েকজন ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছে।

শিক্ষার্থীরা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষা উপদেষ্টা যেন আমাদের যৌক্তিক দাবি বিআইটি আদলে সংস্কার কমিশনের দাবি বাস্তবায়নের জন্য তাৎক্ষণিকভাবে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। সেই কমিটি আগামী ২ মাসের মধ্যে বিআইটি গঠনের জন্য একটি সামগ্রিক রূপ-রেখা দাঁড় করাবে’’।

লুৎফর রহমান বলেন, আমাদের সাথে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন উপস্থিত হয়ে সংহতি জানিয়েছেন এবং আমাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারকে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হুঁশিয়ারি দিয়েছেন।

তার মধ্যে উল্লেখযোগ্য বিএনপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খেলাফতে ছাত্র মজলিস, ছাত্র ফেডারেশন, ইসলামি ছাত্র আন্দোলন ও কয়েকজন সুপ্রিম কোর্টের আইনজীবী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন