
তনিমা রহমান

সামিনা জামান, জন্ম রাজশাহীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চিত্রকলায় স্নাতক সম্পন্ন করেন। প্রাচ্যের শৈল্পিক ঐতিহ্য, লোকজ মোটিফ, নারীর সাংস্কৃতিক অভিজ্ঞতা ও প্রকৃতির রূপ—এসবই তার কাজের মূল অনুপ্রেরণা। জলরঙ, মিনিয়েচার, ওয়াশ ও ক্যালিগ্রাফি কৌশলে দক্ষ এ শিল্পী শিল্পকে দেখেন সময়, স্মৃতি ও অনুভূতির এক বহমান সংলাপ হিসেবে। তার কাজ বিভিন্ন গ্রুপ প্রদর্শনী ও একক প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে।
গত অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চিত্রশিল্পী সামিনা জামানের ‘সময়ের চিত্রকাব্য (Poetry of Time)’ শীর্ষক একক চিত্রপ্রদর্শনী আয়োজিত হয়। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এ প্রদর্শনীতে প্রদর্শিত ৩১টি চিত্রকর্ম দর্শক ও শিল্পমহলে দৃষ্টি আকর্ষণ করেছিল সময়, প্রকৃতি ও নারীর অনুভূতির প্রতি তার সংবেদনশীল, প্রতীকময় ও নান্দনিক উপস্থাপনার জন্য।
প্রদর্শনীতে শিল্পী সময়ের প্রবাহ, স্মৃতি ও মানবিক অভিজ্ঞতার স্তরগুলোকে প্রাচ্য ঐতিহ্য, পৌরাণিক কাহিনি ও সমসাময়িক সমাজবাস্তবতার সঙ্গে জুড়ে দিয়েছেন। তার কাজের ভিজ্যুয়াল কাঠামোতে ইতিহাস ও কল্পনার মিশ্রণ দেখা যায়, যেখানে মানুষ, প্রাণী, দেবদেবী ও প্রতীক একসঙ্গে বুনে চলে ভিন্ন ভিন্ন গল্প।
মানবিক অনুভূতির দৃশ্যভাষা
অনেক কাজেই বিশেষ ধরনের ‘ফ্রেম’ বিন্যাস ব্যবহার করেছেন শিল্পী, যা সময় ও ঘটনার ধারাবাহিকতা নির্দেশ করে। নরম জলরঙ, প্রাচ্য অলংকরণ, বিমূর্ত রেখা ও প্রতীকী উপমার ব্যবহারে তার চিত্রকর্মগুলো দর্শকের কাছে এক ধ্যানমগ্ন অভিজ্ঞতা তৈরি করে।
‘Anticipation’ সিরিজে নারীর অন্তর্লোক
প্রদর্শনীর আলোচিত ‘Anticipation’ সিরিজে নারীকে তুলে ধরা হয়েছে এক অগ্রযাত্রী সত্তা হিসেবে। সমাজের বাধা ও মানসিক সংকট অতিক্রম করে আলো ও স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার যাত্রা এখানে প্রতীকের ভেতর প্রকাশিত হয়েছে। এই সিরিজে নারীর নীরব শক্তি, আত্মবিশ্বাস ও সহিষ্ণুতা নতুন ব্যাখ্যা পেয়েছে।
ঐতিহ্যের আধুনিক রূপায়ণ
সামিনা জামানের কাজে ক্যালিগ্রাফি, মিনিয়েচার, তালপাতার চিত্ররীতি, মোগল মোটিফ ও লোকজ প্রতীক নতুনভাবে ব্যবহার করা হয়েছে। তার ‘Parthona’ চিত্রে রবীন্দ্রনাথের কবিতার পঙ্ক্তির ক্যালিগ্রাফি আধ্যাত্মিকতার আবহ সৃষ্টি করেছে। আর ‘Migration’ চিত্রে মানুষ ও প্রাণীর সহাবস্থান সময় ও পরিবর্তনের চক্রকে সামনে এনেছে।
শিল্পীর ভাষায়, ‘প্রতিটি কাজ আমার কাছে এক যাত্রা, যেখানে অতীত, বর্তমান ও কল্পনা পাশাপাশি থাকে।’
উপসংহার
‘সময়ের চিত্রকাব্য’ প্রদর্শনীটি সময়, ইতিহাস ও নারীর অভিজ্ঞতাকে নতুন করে দেখার একটি শিল্পভ্রমণ হয়ে উঠেছিল। সামিনা জামানের কাজ শুধু দৃশ্যমান রূপেই নয়, অনুভূতি ও ভাবনার স্তরেও দর্শককে স্পর্শ করে।

সামিনা জামান, জন্ম রাজশাহীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চিত্রকলায় স্নাতক সম্পন্ন করেন। প্রাচ্যের শৈল্পিক ঐতিহ্য, লোকজ মোটিফ, নারীর সাংস্কৃতিক অভিজ্ঞতা ও প্রকৃতির রূপ—এসবই তার কাজের মূল অনুপ্রেরণা। জলরঙ, মিনিয়েচার, ওয়াশ ও ক্যালিগ্রাফি কৌশলে দক্ষ এ শিল্পী শিল্পকে দেখেন সময়, স্মৃতি ও অনুভূতির এক বহমান সংলাপ হিসেবে। তার কাজ বিভিন্ন গ্রুপ প্রদর্শনী ও একক প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে।
গত অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চিত্রশিল্পী সামিনা জামানের ‘সময়ের চিত্রকাব্য (Poetry of Time)’ শীর্ষক একক চিত্রপ্রদর্শনী আয়োজিত হয়। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এ প্রদর্শনীতে প্রদর্শিত ৩১টি চিত্রকর্ম দর্শক ও শিল্পমহলে দৃষ্টি আকর্ষণ করেছিল সময়, প্রকৃতি ও নারীর অনুভূতির প্রতি তার সংবেদনশীল, প্রতীকময় ও নান্দনিক উপস্থাপনার জন্য।
প্রদর্শনীতে শিল্পী সময়ের প্রবাহ, স্মৃতি ও মানবিক অভিজ্ঞতার স্তরগুলোকে প্রাচ্য ঐতিহ্য, পৌরাণিক কাহিনি ও সমসাময়িক সমাজবাস্তবতার সঙ্গে জুড়ে দিয়েছেন। তার কাজের ভিজ্যুয়াল কাঠামোতে ইতিহাস ও কল্পনার মিশ্রণ দেখা যায়, যেখানে মানুষ, প্রাণী, দেবদেবী ও প্রতীক একসঙ্গে বুনে চলে ভিন্ন ভিন্ন গল্প।
মানবিক অনুভূতির দৃশ্যভাষা
অনেক কাজেই বিশেষ ধরনের ‘ফ্রেম’ বিন্যাস ব্যবহার করেছেন শিল্পী, যা সময় ও ঘটনার ধারাবাহিকতা নির্দেশ করে। নরম জলরঙ, প্রাচ্য অলংকরণ, বিমূর্ত রেখা ও প্রতীকী উপমার ব্যবহারে তার চিত্রকর্মগুলো দর্শকের কাছে এক ধ্যানমগ্ন অভিজ্ঞতা তৈরি করে।
‘Anticipation’ সিরিজে নারীর অন্তর্লোক
প্রদর্শনীর আলোচিত ‘Anticipation’ সিরিজে নারীকে তুলে ধরা হয়েছে এক অগ্রযাত্রী সত্তা হিসেবে। সমাজের বাধা ও মানসিক সংকট অতিক্রম করে আলো ও স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার যাত্রা এখানে প্রতীকের ভেতর প্রকাশিত হয়েছে। এই সিরিজে নারীর নীরব শক্তি, আত্মবিশ্বাস ও সহিষ্ণুতা নতুন ব্যাখ্যা পেয়েছে।
ঐতিহ্যের আধুনিক রূপায়ণ
সামিনা জামানের কাজে ক্যালিগ্রাফি, মিনিয়েচার, তালপাতার চিত্ররীতি, মোগল মোটিফ ও লোকজ প্রতীক নতুনভাবে ব্যবহার করা হয়েছে। তার ‘Parthona’ চিত্রে রবীন্দ্রনাথের কবিতার পঙ্ক্তির ক্যালিগ্রাফি আধ্যাত্মিকতার আবহ সৃষ্টি করেছে। আর ‘Migration’ চিত্রে মানুষ ও প্রাণীর সহাবস্থান সময় ও পরিবর্তনের চক্রকে সামনে এনেছে।
শিল্পীর ভাষায়, ‘প্রতিটি কাজ আমার কাছে এক যাত্রা, যেখানে অতীত, বর্তমান ও কল্পনা পাশাপাশি থাকে।’
উপসংহার
‘সময়ের চিত্রকাব্য’ প্রদর্শনীটি সময়, ইতিহাস ও নারীর অভিজ্ঞতাকে নতুন করে দেখার একটি শিল্পভ্রমণ হয়ে উঠেছিল। সামিনা জামানের কাজ শুধু দৃশ্যমান রূপেই নয়, অনুভূতি ও ভাবনার স্তরেও দর্শককে স্পর্শ করে।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা এবং দেশব্যাপী বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এই ধরনের কার্যকলাপ জনগণের নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত করছে। এই ধরনের অগ্নি-সন্ত্রাস রুখতেই ইসলামী ছাত্রশিবির এই অবস্থান কর্মসূচি পালন করছে।
৩ ঘণ্টা আগে
ফোন ব্যবহার করতে করতে এক সময় অ্যাপ খুলতে সময় নিচ্ছে, ভিডিও ল্যাগ করছে বা গেম খেলার সময় হ্যাং হয়ে যাচ্ছে। ফোন স্লো হয়ে গেছে। খুব সাধারণ কিছু পরিবর্তন করলেই আপনার ফোন আগের চেয়ে অনেক দ্রুত কাজ করতে পারে।
৩ ঘণ্টা আগে
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ সামনে রেখে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে সবধরনের ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর (বৃহস্পতিবার, রোববার ও সোমবার) তারিখে।
৫ ঘণ্টা আগে